ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলা খাওয়ার ‘অপরাধে’ অভিযুক্ত পপ তারকা!

আকাশ বিনোদন ডেস্ক:

মিশরের পপ তারকা শাইমা তার এক মিউজিক ভিডিওতে একটা কলা খাওয়ার ‘অপরাধে’ অভিযুক্ত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম চেঞ্জপোস্ট-এর খবর মোতাবেক, এই মিউজিক ভিডিওতে তার কলা খাওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

মিশরে কলা খাওয়ার উপরে কোন নিষেধ নেই। কিন্তু শাইমা তার ভিডিওতে এমন কাণ্ড করেছেন যে, তাকে গ্রেফতার না করে উপায় ছিল না।

ভিডিওটিতে দেখানো হয়েছে, একটা পুরুষ-ঠাসা ক্লাসরুমে তিনি নাচানাচি করছেন। ক্লাসের বোর্ডে বড় করে লেখা রয়েছে ‘69’ এবং তিনি অন্তর্বাস পরে নাচতে নাচতে কখনও একটা কলা খাচ্ছেন, কখনও আপেল।

মিশরের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, শাইমা এই ভিডিওতে বয়ঃসন্ধিতে উপনীত কিছু বালককে সহবৎ শেখাচ্ছিলেন মাত্র। তবে, আরব দুনিয়ার পক্ষে তার এই ভিডিও একটু বেশিই কড়া হয়ে গিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলা খাওয়ার ‘অপরাধে’ অভিযুক্ত পপ তারকা!

আপডেট সময় ১২:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

মিশরের পপ তারকা শাইমা তার এক মিউজিক ভিডিওতে একটা কলা খাওয়ার ‘অপরাধে’ অভিযুক্ত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম চেঞ্জপোস্ট-এর খবর মোতাবেক, এই মিউজিক ভিডিওতে তার কলা খাওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

মিশরে কলা খাওয়ার উপরে কোন নিষেধ নেই। কিন্তু শাইমা তার ভিডিওতে এমন কাণ্ড করেছেন যে, তাকে গ্রেফতার না করে উপায় ছিল না।

ভিডিওটিতে দেখানো হয়েছে, একটা পুরুষ-ঠাসা ক্লাসরুমে তিনি নাচানাচি করছেন। ক্লাসের বোর্ডে বড় করে লেখা রয়েছে ‘69’ এবং তিনি অন্তর্বাস পরে নাচতে নাচতে কখনও একটা কলা খাচ্ছেন, কখনও আপেল।

মিশরের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, শাইমা এই ভিডিওতে বয়ঃসন্ধিতে উপনীত কিছু বালককে সহবৎ শেখাচ্ছিলেন মাত্র। তবে, আরব দুনিয়ার পক্ষে তার এই ভিডিও একটু বেশিই কড়া হয়ে গিয়েছিল।