অাকাশ জাতীয় ডেস্ক:
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আগামীকাল সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ আশাবাদ ব্যক্ত করেছেন। ন্যাপিড’ থেকে মন্ত্রী বলেন, ‘আজকেও ভালো আলোচনা হয়েছে। আশা করছি কাল আমরা একটি চুড়ান্ত সমঝোতায় উপনীত হতে পারবো।’
মিয়ানমারের স্টেট কাউন্সিলর কার্যালয়ে মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ের সঙ্গে বৈঠকের পর হোটেল লবিতে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রী। ন্যাপিড’তে শুরু হওয়া দু’দেশের বৈঠকে স্ব স্ব পক্ষের নেতৃত্ব দেন দুই মন্ত্রী। আজ মিয়ানমার স্থানীয় সময় বিকেল ৫:১০ থেকে ৬:২০ পর্যন্ত চলে ওই বৈঠক।
বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, ইয়াঙ্গুনে বাংলাদেশি রাষ্ট্রদূত এম শফিউর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী অফিসের কর্মকর্তারা। বৈঠকের আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেছিলেন, তিনি বৈঠকের ফল সম্পর্কে আশাবাদী। রাতেও গণমাধ্যমকে অভিন্ন বার্তাই দিলেন মন্ত্রী।
মধ্যাহ্নভোজের পর মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির অফিস সংক্রান্ত মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী। বৃহস্পতিবার দিনের শুরুতে তিনি চূড়ান্ত দফায় বৈঠক করবেন অং সান সুচির সঙ্গে। সে বৈঠকটি হবে মিয়ানমারের প্রশাসনিক রাজধানীতে।
প্রাথমিকভাবে এ বৈঠকে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের দিকে দৃষ্টি দেয়ার কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রক্রিয়া মসৃণ করতে বিভিন্ন ধারা, শর্ত নিয়ে আলোচনার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















