অাকাশ জাতীয় ডেস্ক:
কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেরি ক্লডে তিনদিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নির্যাতন ও অত্যাচারের ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গার মানবেতর পরিস্থিতি ও সংকট দেখতে কানাডার মন্ত্রীর এই সফর।
এছাড়া সংকট মোকাবেলা করতে কানাডা বাংলাদেশকে কিভাবে সহায়তা দিতে পারে সে ব্যাপারে ধারণা নেবেন তিনি। এছাড়া তিনি সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















