অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দু’টি স্থানে মঙ্গলবার জঙ্গি ও সৈন্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ একথা জানায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিণে কুলগাম ও পুলওয়ামায় তাদের মধ্যে এ বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। খবর সিনহুয়ার।
পুলিশের একজন মুখপাত্র বলেন, কুলগামের নাউবাগ কুন্দ কাজিগাউন্ড ঘেরাও করে তল্লাশি অভিযান চালাতে গেলে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলওয়ামার লাম-ত্রাল গ্রামে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে।
এদিকে কুপওয়ারা জেলায় সোমবার রাতে সরকারি বাহিনীর সাথে এক বন্দুক যুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। রাজওয়ার এলাকায় পুলিশের এক অনুষ্ঠানে তারা হামলা চালানোর পর সেখানে এ বন্দুকযুদ্ধ হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















