অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি অবরোধের কারণে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এই উদ্বেগের কথা জানান।
চিঠিতে তিনি বলেন, ইয়েমেনে গত ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা সৌদি আগ্রাসনে নারী ও শিশুসহ হাজার হাজার আদম সন্তান নিহত হওয়া ছাড়াও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। এর ফলে ইয়েমেনের জনগণ তাদের ন্যুনতম মৌলিক চাহিদাগুলো পূরণ থেকে বঞ্চিত হচ্ছে।
চিঠিতে জারিফ আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বহুবার বলেছে, সামরিক পন্থায় নয় বরং একমাত্র রাজনৈতিক উপায়ে ইয়েমেনের চলমান সংকট নিরসন করা সম্ভব। এই আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১৩ হাজার নিরপরাধ মানুষ নিহত ও আরো অসংখ্য মানুষ আহত হয়েছেন। সেইসঙ্গে ইয়েমেনের লাখ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের দরিদ্র এ দেশটিকে আকাশ, ভূমি ও সাগরপথে অবরোধ করে রেখেছে রিয়াদ। ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এই বর্বরোচিত আগ্রাসন চালাচ্ছ সৌদি আরব।
আকাশ নিউজ ডেস্ক 
























