ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

৬২ বছর বয়সে ফের বাবা হচ্ছেন মি. বিন!

আকাশ বিনোদন ডেস্ক:

মি. বিন।   ব্রিটিশ কমেডিয়ান অভিনেতা।

যার প্রকৃত নাম রোয়ান অ্যাটকিনসন হলেও দর্শকদের কাছে মি. বিন নামেই পরিচিত। দারুণ অভিনয়ের মাধ্যমে সবাইকে হাসিয়েই তিনি এ খ্যাতি পেয়েছেন। বর্তমানে এ অভিনেতার বয়স ৬২ বছর। তবে এ বয়সেই আবার বাবা হতে যাচ্ছেন রোয়ান অ্যাটকিনসন।

সহধর্মীনি কমেডি অভিনেত্রী লুইস ফোর্ডের বয়স অবশ্য ৩৩ বছর। তারা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সন্তান আসবে পৃথিবীতে।

এর আগে রোয়ান অ্যাটকিনসন বিয়ে করেন সানতেরা শাস্ত্রেকে। যেখানে তাদের ২৩ বছর বয়সী পুত্র বেন এবং ২১ বছর বয়সী কন্যা লিলি রয়েছে।

২০১৪ সালে সাবেক স্ত্রী সানতেরার কাছ থেকে আলাদা হন রোয়ান।

পরের বছরই ৬৫তম কোর্ট শুনানীর মধ্য দিয়ে তাদের ২৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে।

২০১২ সালে ওয়েস্ট এন্ড কমেডি কোয়াটারমাইনস টার্ম এ একসাথে কাজ করতে গিয়ে এ দম্পতির পরিচয় হয়। একটি সূত্র থেকে জানা যায়, রোয়ান এবং লইস উভয়ই অধির আগ্রহে নতুন সন্তানের জন্য অপেক্ষা করছেন।

রোয়ান অ্যাটকিনসন অবশ্য শুধু কমেডিয়ান নন, তার আরও বহু গুণ রয়েছে। তিনি একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। তিনি সুপরিচিত মিস্টার বিন, সিটকম্‌ ব্লাকাডার এবং নট দ্য নাইন ও’ক্লক নিউস ব্যঙ্গরচনা স্কেচ্‌ শো জন্য। তাকে ৫০ জন সেরা কৌতুক অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

রোয়ান অ্যাটকিনসনের অবশ্য প্রচুর ভক্তকূল রয়েছে। তারা নতুন সন্তানের আগমন বার্তায় এখন থেকেই অভিনন্দন জানাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

৬২ বছর বয়সে ফের বাবা হচ্ছেন মি. বিন!

আপডেট সময় ১০:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

মি. বিন।   ব্রিটিশ কমেডিয়ান অভিনেতা।

যার প্রকৃত নাম রোয়ান অ্যাটকিনসন হলেও দর্শকদের কাছে মি. বিন নামেই পরিচিত। দারুণ অভিনয়ের মাধ্যমে সবাইকে হাসিয়েই তিনি এ খ্যাতি পেয়েছেন। বর্তমানে এ অভিনেতার বয়স ৬২ বছর। তবে এ বয়সেই আবার বাবা হতে যাচ্ছেন রোয়ান অ্যাটকিনসন।

সহধর্মীনি কমেডি অভিনেত্রী লুইস ফোর্ডের বয়স অবশ্য ৩৩ বছর। তারা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সন্তান আসবে পৃথিবীতে।

এর আগে রোয়ান অ্যাটকিনসন বিয়ে করেন সানতেরা শাস্ত্রেকে। যেখানে তাদের ২৩ বছর বয়সী পুত্র বেন এবং ২১ বছর বয়সী কন্যা লিলি রয়েছে।

২০১৪ সালে সাবেক স্ত্রী সানতেরার কাছ থেকে আলাদা হন রোয়ান।

পরের বছরই ৬৫তম কোর্ট শুনানীর মধ্য দিয়ে তাদের ২৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে।

২০১২ সালে ওয়েস্ট এন্ড কমেডি কোয়াটারমাইনস টার্ম এ একসাথে কাজ করতে গিয়ে এ দম্পতির পরিচয় হয়। একটি সূত্র থেকে জানা যায়, রোয়ান এবং লইস উভয়ই অধির আগ্রহে নতুন সন্তানের জন্য অপেক্ষা করছেন।

রোয়ান অ্যাটকিনসন অবশ্য শুধু কমেডিয়ান নন, তার আরও বহু গুণ রয়েছে। তিনি একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। তিনি সুপরিচিত মিস্টার বিন, সিটকম্‌ ব্লাকাডার এবং নট দ্য নাইন ও’ক্লক নিউস ব্যঙ্গরচনা স্কেচ্‌ শো জন্য। তাকে ৫০ জন সেরা কৌতুক অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

রোয়ান অ্যাটকিনসনের অবশ্য প্রচুর ভক্তকূল রয়েছে। তারা নতুন সন্তানের আগমন বার্তায় এখন থেকেই অভিনন্দন জানাচ্ছেন।