অাকাশ নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, টেকসই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে গবেষণা ও নতুন উদ্ভাবনের সমন্বয় ঘটাতে হবে। পাশাপাশি গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এজন্য সরকার এবং বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করা জরুরী।মঙ্গলবার রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে ‘ইইউ দিগন্ত ২০২০:বাংলাদেশের জন্য সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন,দিগন্ত ২০২০ কর্মসূচি ২০১৪ সাল থেকে শুরু হয়েছে যা ২০২০ সাল পর্যন্ত চলবে। ইতোমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে। এখনও আমাদের এই কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন,তথ্য প্রযুক্তি,পরিবেশ সম্মত জ্বালানী,ঔষধ শিল্প,সমুদ্র অর্থনীতি এবং সফটওয়ার শিল্প খাতে যৌথ গবেষণা কর্মকান্ড করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় লবনাক্ততার প্রভাব মোকাবেলায় কৃষিখাতে গবেষণা ও নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এমন গবেষণা দেশের জন্য সুফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের গবেষক ও উদ্ভাবকদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া যৌথ উদ্যোগের গবেষণা কর্ম একটি নতুন পদক্ষেপ যা থেকে অনেক শেখার সুযোগ রয়েছে।
এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন,ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন পিয়েরে মাইদু প্রমূখ বক্তব্য রাখেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সেমিনারের আয়োজন করে।
আকাশ নিউজ ডেস্ক 




















