ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

অনন্য আলিয়া

আকাশ বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরেই হাসপাতালে শয্যাশায়ী হয়ে আছেন বলিউড পরিচালক কল্পনা লাজমি। আর সে হাসপাতালের বিল মেটানো নিয়ে শোনা যাচ্ছিলো নানান গুজব। বলা হচ্ছিলো বলিউডের তারকারা এক তারকা অর্থ দিয়ে সাহায্য করছেন হাসপাতালের বিল মেটাতে। সেই তারকাদের নামগুলো এতদিন গোপন ছিলো।
তবে সম্প্রতি জানা গেল, অনেক তারকা নন, কেবল মাত্র আলিয়া ভাটই এই দায়িত্ব নিয়েছেন। বলিউড তারকা আলিয়া ভাটের মা সোনি রাজদান বিষয়টি প্রকাশ্যে আনেন।
তিনি জানান, ‘এটা খুবই লজ্জার কারণ আমরা চেয়েছিলাম আলিয়ার এই সাহায্যের কথাটি গোপন থাকুক। কিন্তু চারিদিকের অর্থ সংক্রান্ত গুজব বন্ধ করতেই জানাতে বাধ্য হলাম।’
তিনি বলেন, কিডনি রোগে আক্রান্ত কল্পনার প্রতি সপ্তাহের ডায়ালসিসের জন্যে প্রয়োজন হয় আড়াই লাখ রুপি যার পুরোটার যোগান দেন আলিয়া।
সোনি রাজদান বলেন, ‘আমরা চেয়েছিলাম বিষয়টি গোপন রাখতে। তবে হাসপাতালের বিল নিয়ে নানান গুজব ঠেকাতেই ব্যাপারটা প্রকাশ করতে বাধ্য হয়েছি। আলিয়া সত্যি সুন্দর মনের একটি মেয়ে। তার মা হিসেবে আমি গর্ববোধ করি।’
তবে আলিয়ার একার পক্ষে কল্পনার এ চিকিৎসা কতদুর এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। তাই বলিউডের অন্যান্য তারকাদেরও এগিয়ে আসার আহবান জানান।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনন্য আলিয়া

আপডেট সময় ০৫:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
আকাশ বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরেই হাসপাতালে শয্যাশায়ী হয়ে আছেন বলিউড পরিচালক কল্পনা লাজমি। আর সে হাসপাতালের বিল মেটানো নিয়ে শোনা যাচ্ছিলো নানান গুজব। বলা হচ্ছিলো বলিউডের তারকারা এক তারকা অর্থ দিয়ে সাহায্য করছেন হাসপাতালের বিল মেটাতে। সেই তারকাদের নামগুলো এতদিন গোপন ছিলো।
তবে সম্প্রতি জানা গেল, অনেক তারকা নন, কেবল মাত্র আলিয়া ভাটই এই দায়িত্ব নিয়েছেন। বলিউড তারকা আলিয়া ভাটের মা সোনি রাজদান বিষয়টি প্রকাশ্যে আনেন।
তিনি জানান, ‘এটা খুবই লজ্জার কারণ আমরা চেয়েছিলাম আলিয়ার এই সাহায্যের কথাটি গোপন থাকুক। কিন্তু চারিদিকের অর্থ সংক্রান্ত গুজব বন্ধ করতেই জানাতে বাধ্য হলাম।’
তিনি বলেন, কিডনি রোগে আক্রান্ত কল্পনার প্রতি সপ্তাহের ডায়ালসিসের জন্যে প্রয়োজন হয় আড়াই লাখ রুপি যার পুরোটার যোগান দেন আলিয়া।
সোনি রাজদান বলেন, ‘আমরা চেয়েছিলাম বিষয়টি গোপন রাখতে। তবে হাসপাতালের বিল নিয়ে নানান গুজব ঠেকাতেই ব্যাপারটা প্রকাশ করতে বাধ্য হয়েছি। আলিয়া সত্যি সুন্দর মনের একটি মেয়ে। তার মা হিসেবে আমি গর্ববোধ করি।’
তবে আলিয়ার একার পক্ষে কল্পনার এ চিকিৎসা কতদুর এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। তাই বলিউডের অন্যান্য তারকাদেরও এগিয়ে আসার আহবান জানান।