আকাশ বিনোদন ডেস্ক:
বলিউডে একের পর এক অভিনেত্রীরা টপলেস হয়ে ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছেন। অনেকে পর্দাতেও একেবারে বোল্ড রূপে হাজির হচ্ছেন। তেমনই একজন কারিশমা শর্মা।
সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘রাগিনি এমএমএস রিটার্নস’ ছবিতে। বলিউডের অন্যতম যৌনভিত্তিক ফ্র্যাঞ্চাইজির ছবি এটি। এই পর্বেও থাকছে রগরগে সব দৃশ্য। কেন্দ্রীয় চরিত্র রাগিনির ভূমিকায় দেখা যাবে কারিশমাকে। আর চরিত্রের প্রয়োজনে তিনি বেশ খোলামেলা হয়েই অভিনয় করেছেন ছবিতে।

এ দিকে কারিশমা সম্প্রতি একটি ফটোশুটি করিয়েছেন। টপলেস লুকে কারিশমার সেসব ছবি নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তিনিও অকপট উত্তর দিলেন। বলেন, চরিত্রের প্রয়োজনে টপলেস হতে আমার কোনো আপত্তি নেই। চিত্রনাট্য যদি এমনটা চায়, তাহলে স্বাচ্ছন্দ্যে টপলেস হয়ে অভিনয় করতে রাজি।
খোলামেলা হয়ে অভিনয়ের ব্যাপারে কারিশমার পরিবারও নাকি কোনো আপত্তি তোলেন না। বরং সমর্থন দেয়। তাই কোনও রকম অসুবিধা হয় না খোলামেলা দৃশ্যে অভিনয় করতে।
আকাশ নিউজ ডেস্ক 

























