অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
এবার ব্রিটেনের প্রিন্স চার্লসের নাম এসেছে প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে। জলবায়ু পরিবর্তনের চুক্তি পরিবর্তনের জন্য তিনি লবিং করেছিলেন বলে অভিযোগ উঠেছে। নথি থেকে জানা গেছে, তিনি বারমুডার কোম্পানিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন।
কিন্তু প্রিন্স চার্লস অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে কেলেঙ্কারিতে সাত শীর্ষ রিপাবলিকানের নামও আছে যারা গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিপুল অর্থ প্রদান করেছিলেন।
ডাচেস অব কর্নওয়েল ২০০৭ সালে একটি বারমুডা কোম্পানিতে ১ লাখ ১৩ হাজার ৫০০ ডলারের শেয়ার কিনেছিলেন বলে জানা গেছে। তিনি এই অর্থ পেয়েছিলেন জলবায়ু পরিবর্তনের নীতি পরিবর্তনের জন্য। প্রিন্স চার্লসের বন্ধু সাস্টেনেইবল ফরেস্ট্রি ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ছিলেন। প্রিন্স চার্লস জানিয়েছেন, ওই কোম্পানিতে বিনিয়োগে তার সরাসরি কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী তহবিলে ৩৫০ মিলিয়ন ডলার দিয়েছিলেন। ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ওয়ারেন স্টিফেনস, চার্লস অ্যান্ড ডেভিস কোচ, শেলডন অ্যাডেলসন, জিওফ পালমার, স্টিভ উয়েন এবং পল সিঙ্গার। সূত্র: বিবিসি, রয়টার্স ও দ্য গার্ডিয়ান।
আকাশ নিউজ ডেস্ক 






















