ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বাংলাদেশের বাজারে লজিটেক এর গেমিং পন্য

অাকাশ আইসিটি ডেস্ক:

ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ১৭ জুলাই ঢাকাস্থ ধানমন্ডি ক্লাবে উন্মোচিত হল বিশ্বখ্যাত লজিটেক ব্রান্ডের জি সিরিজের বেশ কিছু গেমিং এক্সেসরীজ পন্য। লজিটেক পরিবেশক স্মার্টটেকনোলজিস এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের ৬০জন শীর্ষস্থানীয় গেমার, ব্যবসায়িক পার্টনার এবং সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন লজিটেক বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষ।

এছাড়াও লজিটেক বাংলাদেশ এর চ্যানেল ম্যানেজার তারেকুল হক নিপু, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর পরিচালক জাফর আহমেদ ও মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন সহ প্রমুখ।

অনুষ্ঠানে লজিটেক ব্রান্ডের জি৪০৩ প্রোডিজি, জি৫০২ প্রোটিয়াস, জি১০২ প্রোডিজি, জি৩০০এস, ৩০২ এমওবিএ ডেডালাস প্রাইম এবং জি৯০ মডেলের গেমিং মাউস বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে। অন্যদিকে, নতুন গেমিং হেডফোনগুলো হচ্ছে জি২৩১ প্রোডিজি, জি৬৩৩ আরটেমিস স্পেকট্রাম ও জি৪৩০। তাছাড়াও জি২১৩ প্রোডিজি, জি৩১০ মেকানিক্যাল কীবোর্ড, রেসিং জি২৯ গেমিং হুইল, থ্রিডি প্রো জয়স্টিক , জি২৪০ মাউস প্যাড এবং একটি ড্রাইভিং ফোর্স শিফটার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারের জন্য উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে লজিটেক এর নতুন পন্যগুলোর বিবরন তুলে ধরেন লজিটেক চ্যানেল ম্যানেজার তারেকুল হক নিপু এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্মার্ট এর মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন। অনুষ্ঠানে বাংলাদেশ রেইনবো সিক্স সিজ কমিউনিটি, বাংলাদেশ ব্যাটলফিল্ড কমিউনিটি, পিসি এনথুজিয়াস্ট, কাউন্টার স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ, কল অব ডিউটি, ফিফা, নীড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড এবং ডটা ২ নামে মোট ৮টি গেমিং কমিউনিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির পুরো তিন ঘন্টা সরাসরি সম্প্রচার করা হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ফেসবুক পেজে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বাংলাদেশের বাজারে লজিটেক এর গেমিং পন্য

আপডেট সময় ০৪:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ১৭ জুলাই ঢাকাস্থ ধানমন্ডি ক্লাবে উন্মোচিত হল বিশ্বখ্যাত লজিটেক ব্রান্ডের জি সিরিজের বেশ কিছু গেমিং এক্সেসরীজ পন্য। লজিটেক পরিবেশক স্মার্টটেকনোলজিস এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের ৬০জন শীর্ষস্থানীয় গেমার, ব্যবসায়িক পার্টনার এবং সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন লজিটেক বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষ।

এছাড়াও লজিটেক বাংলাদেশ এর চ্যানেল ম্যানেজার তারেকুল হক নিপু, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর পরিচালক জাফর আহমেদ ও মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন সহ প্রমুখ।

অনুষ্ঠানে লজিটেক ব্রান্ডের জি৪০৩ প্রোডিজি, জি৫০২ প্রোটিয়াস, জি১০২ প্রোডিজি, জি৩০০এস, ৩০২ এমওবিএ ডেডালাস প্রাইম এবং জি৯০ মডেলের গেমিং মাউস বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে। অন্যদিকে, নতুন গেমিং হেডফোনগুলো হচ্ছে জি২৩১ প্রোডিজি, জি৬৩৩ আরটেমিস স্পেকট্রাম ও জি৪৩০। তাছাড়াও জি২১৩ প্রোডিজি, জি৩১০ মেকানিক্যাল কীবোর্ড, রেসিং জি২৯ গেমিং হুইল, থ্রিডি প্রো জয়স্টিক , জি২৪০ মাউস প্যাড এবং একটি ড্রাইভিং ফোর্স শিফটার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারের জন্য উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে লজিটেক এর নতুন পন্যগুলোর বিবরন তুলে ধরেন লজিটেক চ্যানেল ম্যানেজার তারেকুল হক নিপু এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্মার্ট এর মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন। অনুষ্ঠানে বাংলাদেশ রেইনবো সিক্স সিজ কমিউনিটি, বাংলাদেশ ব্যাটলফিল্ড কমিউনিটি, পিসি এনথুজিয়াস্ট, কাউন্টার স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ, কল অব ডিউটি, ফিফা, নীড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড এবং ডটা ২ নামে মোট ৮টি গেমিং কমিউনিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির পুরো তিন ঘন্টা সরাসরি সম্প্রচার করা হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ফেসবুক পেজে।