আকাশ বিনোদন ডেস্ক:
ভাইরাল হল সোনাক্ষী সিনহার গোসলের ছবি। সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে ইতোমধ্যেই হুহু করে ছড়িয়ে পড়েছে ওই ছবি। যা নিয়ে সোশ্যাল সাইটে বেশ সমালোচনার মুখেও পড়েছেন সুন্দরী। কলকাতার ২৪ঘণ্টার খবরে বলা হয়, চলতি বছরের প্রথম দিকে মুক্তি পায় সোনাক্ষীর নূর। ওই সিনেমা থেকেই অভিনেত্রীর গোসলের দৃশ্য এবার ভাইরাল হয়েছে বলে খবর।
এর আগে ২০১৫-তে ভাইরাল হয় একটি এমএমএস। সেখানে দাবি করা হয়, এমএমএসে যার ছবি ভাইরাল হয়েছে, তিনি নাকি ‘দাবাং গার্ল’।
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমায় অভিনয় করে বলিউডে অভিষেক হয় সোনাক্ষী সিনহার। এরপর দাবাং, টু, লুটেরা, আকিরা, হলিডে আর রাজকুমার, তেভার, বুলেট রাজা, ইত্তেফাকসহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গানও গান সোনাক্ষী।
আকাশ নিউজ ডেস্ক 
























