অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের রামদিয়া বাজারে ব্লু হোয়েলের শিকার হয়ে আত্মহত্যা করেছে রাফিকুল ইসলাম পার্থ(১৬)নামে ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্র। রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সোমবার বিকেল ৩ টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। তার হাতে তিমি মাছ আঁকা ছবি রয়েছে। তা’ছাড়া বুকেও অন্য সাংকেতিক চিহ্ন রয়েছে বলে পুলিশের এস আই শামিম জানিয়েছেন।
কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার এলাকায় বসবাসকারী স্কুল শিক্ষক ভাই সৌরভ তালুকদারের সাথে থেকে সে লেখা-পড়া করে আসছিল।
সোমবার বেলা ১ টার দিকে ঘরের দরজা বন্ধ থাকায় ঘরের দরজা ভেঙ্গে তার ভাইও অন্যান্যরা দেখেন যে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। নিহতের গ্রামের বাড়ি কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামে। রাতাইল হাইস্কুল থেকে তার এবার এসএসসি পরীক্ষা দেবার কথা ছিল।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলী নূর হোসেন ওই স্কুল ছাত্র ব্লু-হোয়েল গেমের শিকার এবং ওই গেম খেলেই সে আত্মহত্যা করেছে উল্লেখ করে বলেন, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























