অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা কার্লোস পুইগডমন্টসহ আরো চার নেতা শর্তে মুক্ত হতে পারবেন বলে বেলজিয়ামের তদন্তকারী জজ রায় দিয়েছেন। এতে করে তারা বেলজিয়ামে অবস্থান করতে পারবেন।
তবে দেশত্যাগ করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এর ফলে তাদের কারাগারে থাকতে হবে না।
এছাড়া কাতালোনিয়ার এসব নেতাদের অবস্থানের বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছেন তদন্তকারী জজ। স্পেনীয় জজের ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কাতালোনিয়ার নেতারা বেলজিয়াম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণার পর স্পেন ওই অঞ্চলে কেন্দ্রের শাসন জারি করে।
এরপর কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা কার্লোস পুইগডমন্টসহ আরো চার নেতা পালিয়ে বেলজিয়ামে চলে যান। সেখান থেকে তিনি বলেন, সুষ্ঠু বিচার না হলে তিনি স্পেনে ফিরবেন না। ধারণা করা হচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে কাতালোনিয়ার পাঁচ নেতা বেলজিয়ামের আদালতে উপস্থিত হবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























