অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
অবৈধ বিদেশি কর্মীদের সংখ্যা কমানোর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ৷ বলা হয়েছে, অবৈধ অভিবাসী ও তাঁদের নিয়োগকর্তাদের আটকের জন্য মাসে ১ হাজার ৩শটি অভিযান পরিচালনা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৷
অভিবাসন বিভাগের মহা পরিচালক দাতুক সেরী মোস্তফার আলী বলেন, ‘নির্ধারিত সংখ্যা মাত্রা সম্পাদনের জন্য বিভাগের এটি নতুন লক্ষ্য হবে ৷ ‘আমরা প্রতি মাসে ৮৫০ টি অভিযান পরিচালনা করে প্রধমিক কেপিআর অতিক্রম করেছি ৷ যা আমাদের জন্য ইতিবাচক ৷ আমরা আরও ভাল করার লক্ষ্যে কর্মকর্তাদের জন্য নতুন চ্যালেঞ্জ নির্ধারণ করেছি৷’
মোস্তফার আলী জানিয়েছে, গত জুলাই মাসে ই-কার্ড প্রকল্প শেষ হওয়ার পর ওপস মেগা অভিযানে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী এবং ৪২৭ জন নিয়োগকর্তাদের আটক করতে সমর্থ হয়েছে অবিভাসন বিভাগ ৷ আটককৃতদের অধিকাংশই নির্মাণ ও সেবা খাতে যুক্ত ছিল ৷ ‘গত রাতে প্রাপ্ত পরিসংখ্যানে আমি খুশি এবং আমরা অবৈধ শ্রমিক ও তাঁদের নিয়োগদাতাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ’ বলেও জানিয়েছেন তিনি ৷
মোস্তফার আরও বলেন, ‘আমরা তাঁদের(নিয়োগদাতা) কর্মীদের নিবন্ধন করার জন্য যথেষ্ট সময় দিয়েছি ৷ কিন্তু তাঁরা তা করতে ব্যর্থ হয়েছে এবং পাশাপাশি আমরা অবৈধ বিদেশি শ্রমিকদের জন্য রিহাইয়ারিং প্রকল্প চালু রেখেছি যা চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে।’
আকাশ নিউজ ডেস্ক 

























