অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে। বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে কয়েকটি ব্যক্তিগত জেটের ফ্লাইট। ধস নেমেছে দেশটির শেয়ারবাজারে। এখন পর্যন্ত ১১জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রীকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সৌদি বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালও রয়েছেন।
দুর্নীতিবিরোধী অভিযানের খবরে সৌদি স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে ব্যবসায়িক লেনদেনে ধস নেমেছে। প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের মালিকানাধীন বহুজাতিক প্রতিষ্ঠান কিংডম হোল্ডিংসের শেয়ারের মূল্য ১০ শতাংশ পড়ে গেছে। এদিকে, অভিযানের ভয়ে ব্যক্তিগত বিমান নিয়ে পালানোর সময় জেদ্দায় কয়েকটি জেটের উড্ডয়ন আটকে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই জেটগুলোতে প্রভাবশালী ব্যক্তিরা পালিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এই ধরপাকড়ের প্রতি সৌদি আরবের ধর্মীয় নেতারা সমর্থন জানিয়েছেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাদের কাউন্সিল এক টুইট বার্তায় বলেছে, দুর্নীতি দমন অভিযান সৌদি আরবের সন্ত্রাসবিরোধী যুদ্ধের মতই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকেরা বলছেন, দুর্নীতিবিরোধী এই ধরপাকড় এবং দুজন মন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থার ওপর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একক কর্তৃত্ব সুসংহত হলো। যুবরাজের নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিটিকে গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি ভ্রমণ নিষেধাজ্ঞা জারিরও ক্ষমতা দেওয়া হয়েছে।
চলতি বছর জুনে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পর থেকেই নানা ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ছেলে মোহাম্মদ বিন সালমান। তবে ‘হাই প্রোফাইল’ লোকজনকে আটকের খবরে আর্থিক ব্যবস্থায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 



















