ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ

‘বিবারের সাথে ঘুরছি মানেই প্রেম করছি না’

আকাশ বিনোদন ডেস্ক:
আবারও বিবারে মজেছেন সেলেনা গোমেজ। তবে এবার আর প্রেমের সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে না তারা। সম্পর্ক ভাঙে, কিন্তু বন্ধুত্ব রয়ে যায়।—এমনটাই হয়েছে যেন হলিউডের আলোচিত তারকা জুটি জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের। টিনএজ সেনসেশন এই জুটির দীর্ঘ ৩ বছরের প্রেমের সমাপ্তি ঘটে ২০১৪ সালে। তারপর দীর্ঘসময় কেটে গেছে। মাঝে নতুন প্রেম হয়েছিল সেলেনা গোমেজের, কিন্তু সেই প্রেমও হয়নি দীর্ঘস্থায়ী।
এক সময়ের তারকা জুটি বিবার ও সেলেনা সম্প্রতি আবারও ভালো সম্পর্কে জড়িয়েছেন। একসঙ্গে সময় কাটানো শুরু করেছেন তারা। আর সেই সুবাদেই এ দু’জনকে সেদিন দেখা যায় ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট লেক ভিলেজের একটি ক্যাফেতে। একসঙ্গে দু’জন এসেছিলেন সকালের নাস্তা সারতে। এ সময় দু’জন সাইকেল চালানোর দক্ষতাও দেখান। নজর এড়াতে দু’জনেই হুড তোলা জ্যাকেটের আশ্রয় নিলেও শেষ পর্যন্ত পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি। বিচ্ছেদের পর এটি ছিল দু’জনের তৃতীয় সাক্ষাত্। আর সাবেক প্রেমিক জুটির হঠাত্ করেই ঘনিষ্ঠ হওয়ায় গুঞ্জন ছড়াচ্ছে হলিউডের সঙ্গীত পাড়ায়। হলিউডের পত্রিকাগুলোর দাবি, আবারও প্রেমে মজেছেন বিবার ও সেলেনা।
তবে বিষয়টি স্বীকার করছেন না সেলেনা। তিনি বলেন, ‘বিবারের সাথে আমার এখন ভালো সময় যাচ্ছে এটা ঠিক। কারণ এই মুহূর্তে আমরা অবসরে আছি। তাই একসাথে সময় কাটাচ্ছি। বিবারের সাথে ঘুরছি মানেই প্রেম করছি না। গণমাধ্যমে আমাদের নিয়ে অনেক গুঞ্জন রটছে। কিন্তু তেমন কিছুই নয়। তাই আশা করবো এমন সংবাদ আর পড়তে হবে না।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প, বললেন পিছু হটার সুযোগ নেই

‘বিবারের সাথে ঘুরছি মানেই প্রেম করছি না’

আপডেট সময় ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
আকাশ বিনোদন ডেস্ক:
আবারও বিবারে মজেছেন সেলেনা গোমেজ। তবে এবার আর প্রেমের সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে না তারা। সম্পর্ক ভাঙে, কিন্তু বন্ধুত্ব রয়ে যায়।—এমনটাই হয়েছে যেন হলিউডের আলোচিত তারকা জুটি জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের। টিনএজ সেনসেশন এই জুটির দীর্ঘ ৩ বছরের প্রেমের সমাপ্তি ঘটে ২০১৪ সালে। তারপর দীর্ঘসময় কেটে গেছে। মাঝে নতুন প্রেম হয়েছিল সেলেনা গোমেজের, কিন্তু সেই প্রেমও হয়নি দীর্ঘস্থায়ী।
এক সময়ের তারকা জুটি বিবার ও সেলেনা সম্প্রতি আবারও ভালো সম্পর্কে জড়িয়েছেন। একসঙ্গে সময় কাটানো শুরু করেছেন তারা। আর সেই সুবাদেই এ দু’জনকে সেদিন দেখা যায় ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট লেক ভিলেজের একটি ক্যাফেতে। একসঙ্গে দু’জন এসেছিলেন সকালের নাস্তা সারতে। এ সময় দু’জন সাইকেল চালানোর দক্ষতাও দেখান। নজর এড়াতে দু’জনেই হুড তোলা জ্যাকেটের আশ্রয় নিলেও শেষ পর্যন্ত পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি। বিচ্ছেদের পর এটি ছিল দু’জনের তৃতীয় সাক্ষাত্। আর সাবেক প্রেমিক জুটির হঠাত্ করেই ঘনিষ্ঠ হওয়ায় গুঞ্জন ছড়াচ্ছে হলিউডের সঙ্গীত পাড়ায়। হলিউডের পত্রিকাগুলোর দাবি, আবারও প্রেমে মজেছেন বিবার ও সেলেনা।
তবে বিষয়টি স্বীকার করছেন না সেলেনা। তিনি বলেন, ‘বিবারের সাথে আমার এখন ভালো সময় যাচ্ছে এটা ঠিক। কারণ এই মুহূর্তে আমরা অবসরে আছি। তাই একসাথে সময় কাটাচ্ছি। বিবারের সাথে ঘুরছি মানেই প্রেম করছি না। গণমাধ্যমে আমাদের নিয়ে অনেক গুঞ্জন রটছে। কিন্তু তেমন কিছুই নয়। তাই আশা করবো এমন সংবাদ আর পড়তে হবে না।’