ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন কমান্ডারের বিবৃতি, এ কী আসল সত্য, নাকি শুধুই ভুল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার মাটিতে চার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার একজন সেনা কমান্ডার। তিনি এ সংখ্যা উল্লেখ করার পরপরই অনেকটা সম্বিত ফিরে পেয়ে সংখ্যাটি সংশোধন করে বলেছেন, “না না,এ সংখ্যা হবে ৫০০’র মতো।”

সেনা কমান্ডার মেজর জেনারেল জেমস জেরার্ড পেন্টাগনের সাংবাদিকদের জানান, “সিরিয়ার মাটিতে বর্তমানে আমাদের প্রায়…আমার মনে হয় চার হাজারের কিছু বেশি সেনা মোতায়েন করা আছে।” একথা বলার পরপরই জেনারেল জেরার্ড তার বক্তব্য সংশোধন করে বলেন, “আমি দুঃখিত, আমি ভুল বলেছি, সিরিয়ার ভূখণ্ডে ৫০০ মতো সেনা আছে।”

পরে পেন্টাগনের মুখপাত্র এরিক পাহনও বলেন, “জেনারেল জেরার্ড ভুল বলেছেন। আমি জানি না কী করে সেনা সংখ্যা চার হাজার হয়। তার বক্তব্য বাস্তব সংখ্যার ধারেকাছেও নেই।” তিনি ওয়াশিংটন পোস্টকে আরো বলেন, “সিরিয়ায় সেনা রয়েছে ৫০৩ জন এবং ইরাকে ৫,২০০। এই হচ্ছে আমাদের সেনা ব্যবস্থাপনা থেকে জানানো সংখ্যা।

বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব সেনা মোতায়েন করে কখনো তার প্রকৃত সংখ্যা ঘোষণা করে না। ইরাক ও সিরিয়াতেও একই ঘটনা ঘটেছে। সম্ভবত জেনারেল জেরার্ডের বক্তব্যের মধ্যদিয়ে ভুলবশত প্রকৃত সত্য বের হয়ে গেছে। সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে বিনা অনুমতিতে সেনা মোতায়েন করেছে আমেরিকা। কিন্তু আজ পর্যন্ত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা ও তাদের লড়াইয়ের কোনো ফলাফল দেখা যায় নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন কমান্ডারের বিবৃতি, এ কী আসল সত্য, নাকি শুধুই ভুল

আপডেট সময় ০৩:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার মাটিতে চার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার একজন সেনা কমান্ডার। তিনি এ সংখ্যা উল্লেখ করার পরপরই অনেকটা সম্বিত ফিরে পেয়ে সংখ্যাটি সংশোধন করে বলেছেন, “না না,এ সংখ্যা হবে ৫০০’র মতো।”

সেনা কমান্ডার মেজর জেনারেল জেমস জেরার্ড পেন্টাগনের সাংবাদিকদের জানান, “সিরিয়ার মাটিতে বর্তমানে আমাদের প্রায়…আমার মনে হয় চার হাজারের কিছু বেশি সেনা মোতায়েন করা আছে।” একথা বলার পরপরই জেনারেল জেরার্ড তার বক্তব্য সংশোধন করে বলেন, “আমি দুঃখিত, আমি ভুল বলেছি, সিরিয়ার ভূখণ্ডে ৫০০ মতো সেনা আছে।”

পরে পেন্টাগনের মুখপাত্র এরিক পাহনও বলেন, “জেনারেল জেরার্ড ভুল বলেছেন। আমি জানি না কী করে সেনা সংখ্যা চার হাজার হয়। তার বক্তব্য বাস্তব সংখ্যার ধারেকাছেও নেই।” তিনি ওয়াশিংটন পোস্টকে আরো বলেন, “সিরিয়ায় সেনা রয়েছে ৫০৩ জন এবং ইরাকে ৫,২০০। এই হচ্ছে আমাদের সেনা ব্যবস্থাপনা থেকে জানানো সংখ্যা।

বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব সেনা মোতায়েন করে কখনো তার প্রকৃত সংখ্যা ঘোষণা করে না। ইরাক ও সিরিয়াতেও একই ঘটনা ঘটেছে। সম্ভবত জেনারেল জেরার্ডের বক্তব্যের মধ্যদিয়ে ভুলবশত প্রকৃত সত্য বের হয়ে গেছে। সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে বিনা অনুমতিতে সেনা মোতায়েন করেছে আমেরিকা। কিন্তু আজ পর্যন্ত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা ও তাদের লড়াইয়ের কোনো ফলাফল দেখা যায় নি।