অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন, তিন জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়ি তানোরের কয়েলহার এলাকায়। তাকে তার প্রেমিক রাজশাহীতে নিয়ে গিয়ে নগরীর সাগরপাড়া এলাকার একটি বাড়িতে উঠে।
রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এএসআই) শফিক বলেন, রাত দেড়টার দিকে তিন জন যুবক ওই নারীকে জ্ঞান ছিল না এমন অবস্থায় নিয়ে এসেছিল। তাদের কথায় সন্দেহ হওয়ায় তিন জনকে আটক করে বোয়ালিয়া থানায় খবর দেয়া হয়।
তিনি আরো বলেন, এটা ধর্ষণ না নির্যাতন এখনো বলা যাচ্ছে না। আজ দুপুরে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি বলা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























