অাকাশ জাতীয় ডেস্ক:
আগামীকাল বুধবার দুই দিনের সরকারি সফরে রাজশাহী যাবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। তাঁর সফরসূচি অনুসারে বুধবার তিনি বন্দী জীবনের স্মৃতির সেই রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করবেন। সেইসঙ্গে পদ্মার টি-বাঁধ পরিদর্শন করে কিছু সময় কাটাবেন। এরপর পদ্মায় নৌভ্রমণে বের হবেন তিনি।
পরেরদিন বৃহস্পতিবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সেনানিবাসে এক প্যারেড কমান্ডো ব্যাটেলিয়ানের জাতীয় পতাকা প্রদান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।
তিনি জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে টি-বাঁধে চলছে ব্যাপক সাজসজ্জার প্রস্তুতি। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে রাজশাহী সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং জনস্বাস্থ্য অধিদফতর। এখানে রাষ্ট্রপতি কিছুটা সময় কাটাবেন। এছাড়াও তিনি রাজশাহী কারাগার পরিদর্শন করবেন।
তিনি একসময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে রাজনৈতিক বন্দি হিসেবে ছিলেন। সেই খাপড়া ওয়ার্ডটি তিনি পরির্দশন করবেন।
জেলা প্রশাসক আরও জানান, বুধবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ নগরীর টি-বাঁধ পরিদর্শনে গিয়ে সেখানে তিনি কিছু সময় কাটাবেন। এর জন্য জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থাও। আর তাই টি-বাঁধের এই সৌন্দর্যকে আরও বিমোহিত করার জন্য কাজ চলছে।
মঙ্গলবার সরেজমিনে নগরীর টি বাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে প্রস্তুতির চিত্র। টি-বাঁধের গেটের সামনেই গাড়ি উঠানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ সড়ক। পদ্মায় ভ্রমণে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে সিড়ি। আর বাঁধের উপরে তৈরি করা হয় ছাউনি। পাশেই তৈরি হচ্ছে অস্থায়ী শৌচাগার। প্রতিটি গাছের গোড়া ইট দিয়ে বাঁধাই ও রং করে সৌন্দর্য মন্ডিত করা হচ্ছে।
এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন করছে রাস্তা সংস্কারের কাজ। গাছের গোড়া এবং সিড়ি তৈরির কাজটি করেছে পানি উন্নয়ন বোর্ড। অস্থায়ী শৌচালয়টি তৈরি করছে জনস্বাস্থ্য অধিদফতর এবং মঞ্চ তৈরির কাজ করছে গণপূর্ত বিভাগ।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী লিটন আহম্মেদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আগমন উপলক্ষে টি-বাঁধের কিছু সংস্কার ও সাজসজ্জা করা হচ্ছে। তিনি বিকেলে টি-বাঁধ পরিদর্শনে আসার কথা রয়েছে। এখানে তিনি কিছু সময় কাটাবেন এবং নৌভ্রমনে যাবেন।’
আকাশ নিউজ ডেস্ক 



















