অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভেনিজুয়েলায় সরকারের সমর্থন ছাড়াই বিরোধী দলগুলো আয়োজন করেছিল একটি গণভোটের। সেই অনানুষ্ঠানিক গণভোটে বন্দুকধারীদের হামলায় এক নারী নিহত হয়েছেন। রোববার রাজধানী কারাকাসের ক্রাতিয়া এলাকার একটি বুথের বাইরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। গুলিতে নিহত জিওমারা নারী সোলেদাদ স্কট (৬১) নার্সের কাজ করতেন।
ঘটনার সময় মোটরবাইকে আসা বন্দুকধারীরা ভোট দেওয়ার অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালালে চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পরপরই জিওমারা মারা যান।বিরোধীরা এ হামলার জন্য ‘আধাসামরিক’ বাহিনীর সদস্যদের দায়ী করেছেন। ভিডিও ফুটেজে গুলির পরপরই আতঙ্কিত লোকজনকে দৌড়ে কাছাকাছি চার্চের দিকে পালিয়ে যেতে দেখা গেছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ হামলার ঘটনা খতিয়ে দেখছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















