ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইএইএ’র সঙ্গে সহযোগিতা করতে চায় ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আইএইএ’র সঙ্গে তার দেশ সহযোগিতা করতে চায়। একইসঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক এ সংস্থাকে ইরান স্বাধীন ও পক্ষপাতহীন দেখতে চায়। রোববার রাজধানী তেহরানে আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন।

তিনি বলেন, “আমরা আশা করি যেহেতু ইরান সাম্প্রতিক বছরগুলোতে পূর্ণ সহযোগিতা দিয়েছে সে কারণে আইএইএ যত তাড়াতাড়ি সম্ভব ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে ঘোষণা করবে।”

আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা রক্ষার গুরুত্বের কথা তুলে ধরে হাসান রুহানি বলেন, ইরান সবসময় বলে আসছে-পরমাণু সমঝোতা থেকে তেহরান কখনো আগে বেরিয়ে যাবে না। তিনি বলেন, পরমাণু সমঝোতায় ইরানকে যেসব সুবিধা দেয়ার কথা বলা হয়েছে তা যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ ইরান এ সমঝোতা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বৈঠকে আমানো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এ পর্যন্ত পরমাণু সমঝোতার অধীনে এর শর্তগুলো পরিপূর্ণভাবে মেনে এসেছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইএইএ’র সঙ্গে সহযোগিতা করতে চায় ইরান

আপডেট সময় ০৪:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আইএইএ’র সঙ্গে তার দেশ সহযোগিতা করতে চায়। একইসঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক এ সংস্থাকে ইরান স্বাধীন ও পক্ষপাতহীন দেখতে চায়। রোববার রাজধানী তেহরানে আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন।

তিনি বলেন, “আমরা আশা করি যেহেতু ইরান সাম্প্রতিক বছরগুলোতে পূর্ণ সহযোগিতা দিয়েছে সে কারণে আইএইএ যত তাড়াতাড়ি সম্ভব ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে ঘোষণা করবে।”

আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা রক্ষার গুরুত্বের কথা তুলে ধরে হাসান রুহানি বলেন, ইরান সবসময় বলে আসছে-পরমাণু সমঝোতা থেকে তেহরান কখনো আগে বেরিয়ে যাবে না। তিনি বলেন, পরমাণু সমঝোতায় ইরানকে যেসব সুবিধা দেয়ার কথা বলা হয়েছে তা যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ ইরান এ সমঝোতা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বৈঠকে আমানো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এ পর্যন্ত পরমাণু সমঝোতার অধীনে এর শর্তগুলো পরিপূর্ণভাবে মেনে এসেছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দিয়েছেন।