ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাজমহলে ঝাড়ু না দিয়ে মন পরিষ্কার করুন: যোগীর প্রতি ওয়াইসি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে বিজেপি শাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তাজমহল দর্শন ও সেখানে গিয়ে ঝাড়ু দেয়ার সমালোচনা করেছেন মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, তাজমহলে ঝাড়ু না দিয়ে মুখ্যমন্ত্রী দলীয় লোকজন ও মন্ত্রিসভার সদস্যদের মন পরিষ্কার করুন।

উত্তর প্রদেশের বিজেপি নেতা ও বিধায়ক সংগীত সোম সম্প্রতি তাজমহলকে ভারতের কলঙ্ক ও তা বিশ্বাসঘাতকদের তৈরি বলে মন্তব্য করেন। সঙ্গীত সোম বিভিন্নমহলে তিনি তীব্র সমালোচনার মুখে পড়লেও এরপর বিজেপি এমপি বিনয় কাটিয়ার তাজমহলকে তেজো মহালয় ও শিব মন্দির বলে দাবি করেন।

এসব মন্তব্যের আগে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, তাজমহল ভারতকে চেনায় না। সেজন্য বিদেশি পর্যটকদের তাজমহলের স্মারক উপহারের বদলে ‘গীতা’ দেয়া উচিত। উত্তর প্রদেশের পর্যটন দফতরের পুস্তিকা থেকেও তাজমহলকে বাদ দেয়া হয়। এসব ঘটনায় রাজ্য সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনায় মুখর হন বিরোধী দল ও সুশীল সমাজের মানুষজন। এতে সরকারের ভাবমূর্তিও বেশ ধাক্কা খায়।

আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাজমহল পরিদর্শন করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঝাড়ু হাতে কাজে নেমে পড়েন। তিনি তাজমহলকে ভারতের অমূল্য রত্ন এবং এখানকার শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন। বিশ্লেষকরা ওই ঘটনাকে মুখ্যমন্ত্রীর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলে অভিহিত করছেন।

প্রসঙ্গত, যোগী আদিত্যনাথই উত্তর প্রদেশের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী যিনি তাজমহল দর্শন করতে গেলেন। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করে বলেছেন, ‘বিজেপি’র লোকেরা তাজমহলকে শিবমন্দির বলে দিয়েছে। কেউ তাকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলে অভিহিত করেছে। কিন্তু দেখুন সময় কীভাবে বদলে যায়। আন্তর্জাতিক স্তরে বদনাম হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের চাপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাজমহলে পৌঁছে গেছেন।’

অখিলেশ যাদব বলেন, যারা তাজমহলকে নিজস্ব সংস্কৃতির অংশ ও ঐতিহ্য বলে মনে করতো না, ভগবান রামের কী মহিমা আজ তাদেরই ওই ভবনের পশ্চিম গেটে ঝাড়ু দিতে হচ্ছে!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাজমহলে ঝাড়ু না দিয়ে মন পরিষ্কার করুন: যোগীর প্রতি ওয়াইসি

আপডেট সময় ১০:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে বিজেপি শাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তাজমহল দর্শন ও সেখানে গিয়ে ঝাড়ু দেয়ার সমালোচনা করেছেন মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, তাজমহলে ঝাড়ু না দিয়ে মুখ্যমন্ত্রী দলীয় লোকজন ও মন্ত্রিসভার সদস্যদের মন পরিষ্কার করুন।

উত্তর প্রদেশের বিজেপি নেতা ও বিধায়ক সংগীত সোম সম্প্রতি তাজমহলকে ভারতের কলঙ্ক ও তা বিশ্বাসঘাতকদের তৈরি বলে মন্তব্য করেন। সঙ্গীত সোম বিভিন্নমহলে তিনি তীব্র সমালোচনার মুখে পড়লেও এরপর বিজেপি এমপি বিনয় কাটিয়ার তাজমহলকে তেজো মহালয় ও শিব মন্দির বলে দাবি করেন।

এসব মন্তব্যের আগে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, তাজমহল ভারতকে চেনায় না। সেজন্য বিদেশি পর্যটকদের তাজমহলের স্মারক উপহারের বদলে ‘গীতা’ দেয়া উচিত। উত্তর প্রদেশের পর্যটন দফতরের পুস্তিকা থেকেও তাজমহলকে বাদ দেয়া হয়। এসব ঘটনায় রাজ্য সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনায় মুখর হন বিরোধী দল ও সুশীল সমাজের মানুষজন। এতে সরকারের ভাবমূর্তিও বেশ ধাক্কা খায়।

আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাজমহল পরিদর্শন করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঝাড়ু হাতে কাজে নেমে পড়েন। তিনি তাজমহলকে ভারতের অমূল্য রত্ন এবং এখানকার শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন। বিশ্লেষকরা ওই ঘটনাকে মুখ্যমন্ত্রীর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলে অভিহিত করছেন।

প্রসঙ্গত, যোগী আদিত্যনাথই উত্তর প্রদেশের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী যিনি তাজমহল দর্শন করতে গেলেন। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করে বলেছেন, ‘বিজেপি’র লোকেরা তাজমহলকে শিবমন্দির বলে দিয়েছে। কেউ তাকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলে অভিহিত করেছে। কিন্তু দেখুন সময় কীভাবে বদলে যায়। আন্তর্জাতিক স্তরে বদনাম হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের চাপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাজমহলে পৌঁছে গেছেন।’

অখিলেশ যাদব বলেন, যারা তাজমহলকে নিজস্ব সংস্কৃতির অংশ ও ঐতিহ্য বলে মনে করতো না, ভগবান রামের কী মহিমা আজ তাদেরই ওই ভবনের পশ্চিম গেটে ঝাড়ু দিতে হচ্ছে!’