অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান সিনেটর বব ক্রোকারের ঝাঁঝাঁল মন্তব্যের পর এবার আরেক রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেকও ট্রাম্পকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। অ্যারিজোনার এই সিনেটর ট্রাম্পকে ‘বেপরোয়া’, ‘আগ্রাসী’ আখ্যা দেওয়ার পাশাপাশি তার আচরণ বিব্রতকর উল্লেখ করে বলেন, এমন একজন মানুষ যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পদে থাকাটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
মঙ্গলবার সিনেটে এক আবেগঘন বক্তব্যে ট্রাম্পকে নিয়ে এ ক্ষোভ উগরে দেন ফ্লেক। ট্রাম্প এর আগে ফ্লেককে ‘অ-হিতকর’ আখ্যা দিয়েছিলেন। বক্তব্যে ফ্লেক বলেন, “প্রেসিডেন্টের সমালোচনা করতে তার ভাল না লাগলেও এটি করা তার কর্তব্য মনে করে এবং নৈতিক দিকটি বিবেচনা করেই তিনি তা করছেন।”
এর আগে রিপাবলিকান সিনেটর বব ক্রোকার ট্রাম্পকে মিথ্যাবাদী এবং অদক্ষ আখ্যা দেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজনীতিকে ঘরে-বাইরে হুমকির মুখে ফেলছেন বলে মনে করেন দুজনই। ক্ষমতাসীন রিপাবলিকান দলের পরপর দু’জন সিনেটর প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্পকে নিয়ে এমন কড়া সমালোচনা করায় দলের চাপা ক্ষোভ যেন আগ্নেয়গিরির লাভার মত বেরিয়ে আসছে। ফলে দলে বিদ্রোহ দানা বাঁধার সমুহ আশঙ্কা দেখা দিয়েছে।
ট্রাম্পের কড়া সমালোচনা করে ফ্লেক এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে, আগামী বছর সিনেট পুনর্নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্লেক। তাকে ভোট দিতেও অনিচ্ছুক ছিলেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















