ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক দেহে দুই বোন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাদের পাচনতন্ত্র, এমনকী জননাঙ্গও কমন। চার বছর বয়সে তারা হাঁটতে শেখে। তারপর থেকে ১২ বছর ধরে একত্রে এগিয়েছে তাদের জীবনযাত্রা। বুঝতে শিখেছে জীবনের মানে ! মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের দুই বোন কারমেন আর লুপিতা এক দেহে।

এই দুই কিশোরী অন্য পাঁচটা কিশোরীর মতোই হোমটাস্ক করতে চায়, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায়। এমনিতে তাদের ভাবনা-চিন্তা বা কাজকর্ম মোটেই তেমন ব্যতিক্রমী নয়। ব্যতিক্রম তাদের শরীরে। কারমেন আর লুপিতা কনজয়েনড টুইনস বা সংযুক্ত যমজ।

জানা যায়, জন্মের পরেই ডাক্তাররা তাদের আলাদা করতে চেয়েছিলেন। কিন্তু এতে বিপদের সম্ভাবনা ছিল বলে করা হয়ে ওঠেনি। কারমেন আর লুপিতার একটি করে হৃদপিণ্ড, দু’টি করে হাত, একটি করে ফুসফুস থাকলেও তাদের পাঁজরের খাঁচা থেকে শরীরের বাকি অংশ কমন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দেহে দুই বোন

আপডেট সময় ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাদের পাচনতন্ত্র, এমনকী জননাঙ্গও কমন। চার বছর বয়সে তারা হাঁটতে শেখে। তারপর থেকে ১২ বছর ধরে একত্রে এগিয়েছে তাদের জীবনযাত্রা। বুঝতে শিখেছে জীবনের মানে ! মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের দুই বোন কারমেন আর লুপিতা এক দেহে।

এই দুই কিশোরী অন্য পাঁচটা কিশোরীর মতোই হোমটাস্ক করতে চায়, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায়। এমনিতে তাদের ভাবনা-চিন্তা বা কাজকর্ম মোটেই তেমন ব্যতিক্রমী নয়। ব্যতিক্রম তাদের শরীরে। কারমেন আর লুপিতা কনজয়েনড টুইনস বা সংযুক্ত যমজ।

জানা যায়, জন্মের পরেই ডাক্তাররা তাদের আলাদা করতে চেয়েছিলেন। কিন্তু এতে বিপদের সম্ভাবনা ছিল বলে করা হয়ে ওঠেনি। কারমেন আর লুপিতার একটি করে হৃদপিণ্ড, দু’টি করে হাত, একটি করে ফুসফুস থাকলেও তাদের পাঁজরের খাঁচা থেকে শরীরের বাকি অংশ কমন।