ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উ. কোরিয়ার হুমকি, বোমারু বিমান বহর অস্ত্রসজ্জিত করছে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন বিমান বাহিনী তাদের বি-৫২ পরমাণু বোমারু বিমান বহরকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছে যাতে ২৪ ঘণ্টার জন্য এ বহরকে সতর্কাবস্থায় রাখা যায়। উত্তর কোরিয়ার সাথে আমেরিকার সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

১৯৯১ সালের পর এই প্রথম মার্কিন বি-৫২ পরমাণু বোমারু বিমানকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নেয়া হলো। রোববার আমেরিকার একজন সিনিয়র সেনা কর্মকর্তা নিউজ ওয়েবসাইট ‘ডিফেন্স ওয়ান’কে জানান, নতুন হুমকির মাত্রা বেড়ে যাওয়ার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক নেতারা এ ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন।

মার্কিন এয়ারফোর্সের চিফ অব স্টাফ জেনারেল ডেভিড গোল্ডফিন বলেন, “পৃথিবীটা হচ্ছে বিপজ্জনক জায়গা এবং পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আমরা প্রকাশ্যে কথাবার্তা শুনতে পাচ্ছি।” জেনারেল ডেভিড এ ব্ক্তব্যের মধ্যদিয়ে মূলত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দেয়া হুমকির দিকে ইঙ্গিত করলেন।

সম্প্রতি, উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং দুই দেশ একে অপরের ওপর পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে। ডেভিড গোল্ডফিন জানান, বি-৫২ বোমারু বিমান অস্ত্রসজ্জিত করার জন্য এখানো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ আসেনি তবে প্রস্তুতি এগিয়ে চলছে। তিনি বলেন, “আমরা যে প্রস্তুত তা নিশ্চিত করার জন্য এখনো এক ধাপ বাকি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার হুমকির জবাব দিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত। রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। গত মাসে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর পরই যুক্তরাষ্ট্রের উদ্যোগে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কয়েকবার যুক্তরাষ্ট্রের ওপর হামলার হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দিয়েছেন।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এতটাই প্রস্তুত যে আপনি তা বিশ্বাস করবেন না।’ তিনি বলেন, ‘আমাদের যদি প্রয়োজন হয় সে ক্ষেত্রে আমরা কতটা প্রস্তুত তা দেখলে আপনি রীতিমতো বিস্মিত হবেন।’ উত্তর কোরিয়ার সাথে সঙ্ঘাতের কোনো সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এটা কে বলতে পারে?’

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি প্রসঙ্গে জানতে চাওয়া সাক্ষাৎকারে। জবাবে ট্রাম্প পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপে বেইজিং ওয়াশিংটনকে সাহায্য করেছে বলে প্রশংসা করেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি হচ্ছেন চীনের জন্য আর আমি যুক্তরাষ্ট্রের জন্য। আমাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে- আমি একে ব্যতিক্রমী সম্পর্কই বলব। চীন সত্যিকারার্থে আমাকে সাহায্য করেছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কড়া নজর রাখতে আহ্বান জানিয়ে পাশ্চাত্যের প্রতি একটি খোলা চিঠি লিখেছে উত্তর কোরিয়া।

এতে বলা হয়, ট্রাম্প যদি পরমাণু শক্তিধর উত্তর কোরিয়াকে পরমাণুযুদ্ধের হুমকি দিয়ে নতি স্বীকার করাবেন বলে চিন্তা করে থাকেন, তাহলে তা হবে একটা বড় ভুল এবং অজ্ঞতার প্রমাণ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে লেখা চিঠিটি বেশ কয়েকটি পশ্চিমা দেশের কাছে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উ. কোরিয়ার হুমকি, বোমারু বিমান বহর অস্ত্রসজ্জিত করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন বিমান বাহিনী তাদের বি-৫২ পরমাণু বোমারু বিমান বহরকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছে যাতে ২৪ ঘণ্টার জন্য এ বহরকে সতর্কাবস্থায় রাখা যায়। উত্তর কোরিয়ার সাথে আমেরিকার সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

১৯৯১ সালের পর এই প্রথম মার্কিন বি-৫২ পরমাণু বোমারু বিমানকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নেয়া হলো। রোববার আমেরিকার একজন সিনিয়র সেনা কর্মকর্তা নিউজ ওয়েবসাইট ‘ডিফেন্স ওয়ান’কে জানান, নতুন হুমকির মাত্রা বেড়ে যাওয়ার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক নেতারা এ ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন।

মার্কিন এয়ারফোর্সের চিফ অব স্টাফ জেনারেল ডেভিড গোল্ডফিন বলেন, “পৃথিবীটা হচ্ছে বিপজ্জনক জায়গা এবং পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আমরা প্রকাশ্যে কথাবার্তা শুনতে পাচ্ছি।” জেনারেল ডেভিড এ ব্ক্তব্যের মধ্যদিয়ে মূলত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দেয়া হুমকির দিকে ইঙ্গিত করলেন।

সম্প্রতি, উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং দুই দেশ একে অপরের ওপর পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে। ডেভিড গোল্ডফিন জানান, বি-৫২ বোমারু বিমান অস্ত্রসজ্জিত করার জন্য এখানো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ আসেনি তবে প্রস্তুতি এগিয়ে চলছে। তিনি বলেন, “আমরা যে প্রস্তুত তা নিশ্চিত করার জন্য এখনো এক ধাপ বাকি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার হুমকির জবাব দিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত। রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। গত মাসে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর পরই যুক্তরাষ্ট্রের উদ্যোগে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কয়েকবার যুক্তরাষ্ট্রের ওপর হামলার হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দিয়েছেন।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এতটাই প্রস্তুত যে আপনি তা বিশ্বাস করবেন না।’ তিনি বলেন, ‘আমাদের যদি প্রয়োজন হয় সে ক্ষেত্রে আমরা কতটা প্রস্তুত তা দেখলে আপনি রীতিমতো বিস্মিত হবেন।’ উত্তর কোরিয়ার সাথে সঙ্ঘাতের কোনো সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এটা কে বলতে পারে?’

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি প্রসঙ্গে জানতে চাওয়া সাক্ষাৎকারে। জবাবে ট্রাম্প পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপে বেইজিং ওয়াশিংটনকে সাহায্য করেছে বলে প্রশংসা করেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি হচ্ছেন চীনের জন্য আর আমি যুক্তরাষ্ট্রের জন্য। আমাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে- আমি একে ব্যতিক্রমী সম্পর্কই বলব। চীন সত্যিকারার্থে আমাকে সাহায্য করেছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কড়া নজর রাখতে আহ্বান জানিয়ে পাশ্চাত্যের প্রতি একটি খোলা চিঠি লিখেছে উত্তর কোরিয়া।

এতে বলা হয়, ট্রাম্প যদি পরমাণু শক্তিধর উত্তর কোরিয়াকে পরমাণুযুদ্ধের হুমকি দিয়ে নতি স্বীকার করাবেন বলে চিন্তা করে থাকেন, তাহলে তা হবে একটা বড় ভুল এবং অজ্ঞতার প্রমাণ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে লেখা চিঠিটি বেশ কয়েকটি পশ্চিমা দেশের কাছে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।