অাকাশ বিনোদন ডেস্ক:
ভারতের বেশিরভাগ তারকার বুদ্ধি বিশেষ নেই, সাধারণ জ্ঞানও কম। বলেছিলেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও। এই মন্তব্যের পালটা দিলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। এই বিজেপি নেতাকে তাঁর প্রশ্ন, আপনার এত সাহস হলো কী করে?” তারপর তিনি ফিল্মি দুনিয়ার সঙ্গে জড়িত লোকজনকে উদ্দেশ্য করে লিখেছেন, দেখুন আপনাদের সম্পর্কে কী ভাবেন এই নেতা।
ঘটনার সূত্রপাত তামিল ছবি মের্সালকে ঘিরে। সেই ছবিতে বিজেপি পরিচালিত সরকারের জিএসটি ও ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সমালোচনা করা হয়েছে। সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ওই বিতর্কিত মন্তব্য করেন নরসিমা।
বিজয় অভিনীত মের্সাল ছবিটি এবার দীপাবলিতে মুক্তি পেয়েছে। ছবি মুক্তির পর থেকে বিজেপি-র পক্ষ থেকে বেশ কয়েকটি সংলাপ বাদ দেওয়ার আবেদন করা হয়েছে। অভিযোগ, জিএসটি ও ডিজিটাল ইন্ডিয়ার সমালোচনা করা হয়েছে সেই সব সংলাপের মাধ্যমে। মের্সালের প্রশংসা করেছেন রজনীকান্তও।
আকাশ নিউজ ডেস্ক 
























