অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ার মর্গে পড়ে থাকা বাংলাদেশের নারায়ণগঞ্জের নারীর প্রকৃত পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম রোজিনা আক্তার। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর উইলসন সড়কে। ‘রাজিয়া আক্তার’ নামে ভুয়া জন্মসনদ ও পাসপোর্ট করে আট মাস আগে মালয়েশিয়ায় আসেন রোজিনা।
গত ৩ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরের আমপাং এলাকায় একটি অ্যাপার্টমেন্টের আটতলা থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ রোজিনার মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। প্রকৃত পরিচয় ও বাংলাদেশে থাকা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় মরদেহ ফেরত পাঠানো হয়নি।
সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশের পর রোজিনার পরিবার মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করে। রাজিয়া আক্তারের পাসপোর্ট নম্বর বিএল ০৮৮৯৫১০। পাসপোর্ট অনুযায়ী তাঁর ঠিকানা রয়েছে নারায়ণগঞ্জের বন্দরের ২০৬ এসএস শাহ রোড। তবে রোজিনার প্রকৃত ঠিকানা হলো নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর উইলসন সড়কে।
রোজিনার বাবা আবদুর রব ও মা বিমলা বেগম। আট ভাই-বোনের মধ্যে রোজিনা আক্তার চতুর্থ। তাঁর স্বামী মো. সেলিম মারা যাওয়ার পর ১০-১২ বছর ধরে বন্দর এলাকায় বসবাস করছিলেন। রোজিনার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে তন্ময় ইসলাম, মেয়ে আফরিন আক্তারসহ মা ও ছোট ভাই সবুজ মিয়াকে নিয়ে সেখানে থাকতেন রোজিনা।
আকাশ নিউজ ডেস্ক 

























