অাকাশ নিউজ ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চারজন শিক্ষার্থী আমরণ অনশন করছেন। তাদের বিষয়ে আজ রোববার দুপুরে সিদ্ধান্ত নিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।
শনিবার রাত পর্যন্ত তিনজন অনশনকারী শিক্ষার্থী ছিলেন। আজ রোববার সকাল ১০টার দিকে আইন ও বিচার বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী খান মুনতাসির আরমান অনশনে যোগ দেন। আগে থেকে অনশনকারীরা হলেন ইংরেজি বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী সরদার জাহিদুল ইসলাম, একই বিভাগের তাহমিনা জাহান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০ তম ব্যাচের পূজা বিশ্বাস।
এঁদের মধ্যে পূজা ও জাহিদুলের নামে মামলা রয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে মামলা নেই। অনশনকারীরা বলেন, তাঁদের জীবন অসহনীয় হয়ে উঠেছে প্রশাসনের করা হয়রানিমূলক মামলায়। আগস্ট থেকে বিভাগের চূড়ান্ত পরীক্ষা। কিন্তু পড়াশোনা করতে পারছেন না। আর প্রতিদিন আন্দোলন করাও সম্ভব নয়। উপাচার্য মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
আকাশ নিউজ ডেস্ক 




















