অাকাশ বিনোদন ডেস্ক:
আমির খান অভিনীত- সিক্রেট সুপারস্টার’ ছবি দেকার জন্য শনিবার শাহরুখ কন্যা একটি মাল্টিপ্লেক্সে গিয়েছিল। জানা গেছে এটা নাকী শাহরুখ কন্যার গার্লস ইভিনিং আউট ছিল। চাঙ্কি পাণ্ডের মেয়ে আনায়া পাণ্ডে এবং সঞ্জয় কপূরের মেয়ে শানায়া এ সময় শাহরুখের ১৭ বছর বয়সী কন্যার সাথেই ছিলেন। জানা গেছে তিন স্টারকিডের মাঝে সখ্যতার গভীরতা অনেক। মভারতের বিভিন্ন গণমাধ্যমের দাবি মাঝে মাঝেই নাকী মুম্বইয়ের বিভিন্ন শপিং কমপ্লেক্সে এই গার্ল গ্যাঙ্গকে প্রায়ই দেখা যায়।
আকাশ নিউজ ডেস্ক 

























