অাকাশ নিউজ ডেস্ক:
পিকে ছবির ডান্সিং কার মনে আছে তো? সেরকমই একটি ডান্সিং কার দেশেরই এক শহরে ধরা পড়ল। রাতে বা কোনও নির্জন গলিতে নয়। এক্কেবারে খোলা রাস্তায়, দুপুরবেলা পথচারীদের চোখে পড়ে এই ডান্সিং কার। তা দেখে তো তাদের চোখ চড়ক গাছে।
কালো কাঁচের জানলায় মোড়া লাল রঙের গাড়ির ভিতর কী চলছে? সবার মনে একই প্রশ্ন তখন। যে গতিতে গাড়িটি দুলছে তাতে অনেকেই ভেবে নিয়েছেন গাড়ির মধ্যে সঙ্গম চলছে। কিন্তু সত্যিই কি তাই? গাড়ির ভিতরে উঁকি মারলে কিন্তু দেখা যাবে পুরোটাই নিছক মজা। গাড়ির মধ্যে রয়েছেন তিন যুবক। পথের লোককে ভিরমি খাওয়াতে এরকমই একটি প্র্যাঙ্ক বেছে নিয়েছিলেন তারা। আর তাই দেখেই মানুষের কৌতূহল চলে গিয়েছিল তুঙ্গে। কেউ দেখে হাসিতে ফেটে পড়ছেন, কেউ আবার পাশ কাটিয়ে ভুঁরু কুচকে চলে যাচ্ছেন। অতএব এই তিন মজার যুবকের প্র্যাঙ্ক সাকসেসফুল