ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

পরীক্ষা হবে শুধু সৌন্দর্যের উপর! পাশ করলেই মিলবে মদ বিক্রির লাইসেন্স

অাকাশ নিউজ ডেস্ক:

পাবে ঢোকেই মানুষ ফ্রেশ হওয়ার জন্য৷ সেখানে অতিসুন্দরী রমণী থাকবে, সেটাই তো কাম্য৷ সে কতটা ভালো পেগ বানাতে পারে, সেটা কোনও কথা নয়৷ মনে করে ব্রিটেনের পাব ইয়াটস৷

এলিস প্রোমোশনস নামে একটি এজেন্সি থেকে কর্মচারী নেয় ইয়াটস৷ সেই এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে সুন্দরী মেয়ে না হলে তারা পাবে কাজ পাবে না৷ ১০-এর মধ্যে সেই মেয়েকে অন্তত ৭ পেতে হবে৷ আর সেই পরীক্ষাটি হবে শুধু সৌন্দর্যের উপর৷ পরীক্ষায় পাশ করলে তবেই তারা মদ বিক্রি করতে পারবে৷ এজেন্সিটি সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছে৷ ছবিটি একটি মেয়ের৷ ছবির ক্যাপশনে লিখেছে, “স্টাফ হওয়ার মতো যোগ্যতা নিশ্চয়ই এর নেই, তাই না?”

সেই মেয়েটির নাম জেন গার্নার৷ বয়স ৩০ বছর৷ জেন জানিয়েছেন, তিনি তাঁর এই পার্ট টাইম চাকরি থেকে বরখাস্ত হয়েছেন কারণ তিনি মোটা৷ শুধু স্থূলকায় হওয়ার জন্যই তাকে মাসে ৩.৫ ইউরোর চাকরি হারাতে হয়েছে৷ জেন আরও অভিযোগ জানিয়েছেন, তাঁর এক সহকর্মী প্রতিক্রিয়া দিয়েছে, “ও বিশাল৷” জেন জানিয়েছেন, শট সার্ভ করার চাকরি তাঁকে আত্মবিশ্বাসী করেছিল৷ কিন্তু এখন তিনি অপদস্থ হচ্ছেন৷

একটি মেসেজে এলিস প্রমোশনসের ডিরেক্টর লিসা স্যানসম জানিয়েছেন, তিনি গ্রুপে অনেক খারাপ দেখতে মেয়েদের দেখেছেন৷ মেয়েদের ৭ বা তার বেশি পাওয়া উচিত৷ যদি সেটাই হয়, তবেই যেন তাঁকে ছবি পাঠানো হয়৷ তিনি ভেবে দেখবেন৷ লিসার এই মেসেজের পর তাঁ বিজনেস পার্টনার হোলি মুলডোন জানিয়েছেন, লিসা যেন তাদের কর্মচারীদের ‘সাইজ’ দেখে৷ সেই সঙ্গে এটাও দেখে যে সেই সব মেয়েরা কেমন দেখতে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

পরীক্ষা হবে শুধু সৌন্দর্যের উপর! পাশ করলেই মিলবে মদ বিক্রির লাইসেন্স

আপডেট সময় ০৯:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

পাবে ঢোকেই মানুষ ফ্রেশ হওয়ার জন্য৷ সেখানে অতিসুন্দরী রমণী থাকবে, সেটাই তো কাম্য৷ সে কতটা ভালো পেগ বানাতে পারে, সেটা কোনও কথা নয়৷ মনে করে ব্রিটেনের পাব ইয়াটস৷

এলিস প্রোমোশনস নামে একটি এজেন্সি থেকে কর্মচারী নেয় ইয়াটস৷ সেই এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে সুন্দরী মেয়ে না হলে তারা পাবে কাজ পাবে না৷ ১০-এর মধ্যে সেই মেয়েকে অন্তত ৭ পেতে হবে৷ আর সেই পরীক্ষাটি হবে শুধু সৌন্দর্যের উপর৷ পরীক্ষায় পাশ করলে তবেই তারা মদ বিক্রি করতে পারবে৷ এজেন্সিটি সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছে৷ ছবিটি একটি মেয়ের৷ ছবির ক্যাপশনে লিখেছে, “স্টাফ হওয়ার মতো যোগ্যতা নিশ্চয়ই এর নেই, তাই না?”

সেই মেয়েটির নাম জেন গার্নার৷ বয়স ৩০ বছর৷ জেন জানিয়েছেন, তিনি তাঁর এই পার্ট টাইম চাকরি থেকে বরখাস্ত হয়েছেন কারণ তিনি মোটা৷ শুধু স্থূলকায় হওয়ার জন্যই তাকে মাসে ৩.৫ ইউরোর চাকরি হারাতে হয়েছে৷ জেন আরও অভিযোগ জানিয়েছেন, তাঁর এক সহকর্মী প্রতিক্রিয়া দিয়েছে, “ও বিশাল৷” জেন জানিয়েছেন, শট সার্ভ করার চাকরি তাঁকে আত্মবিশ্বাসী করেছিল৷ কিন্তু এখন তিনি অপদস্থ হচ্ছেন৷

একটি মেসেজে এলিস প্রমোশনসের ডিরেক্টর লিসা স্যানসম জানিয়েছেন, তিনি গ্রুপে অনেক খারাপ দেখতে মেয়েদের দেখেছেন৷ মেয়েদের ৭ বা তার বেশি পাওয়া উচিত৷ যদি সেটাই হয়, তবেই যেন তাঁকে ছবি পাঠানো হয়৷ তিনি ভেবে দেখবেন৷ লিসার এই মেসেজের পর তাঁ বিজনেস পার্টনার হোলি মুলডোন জানিয়েছেন, লিসা যেন তাদের কর্মচারীদের ‘সাইজ’ দেখে৷ সেই সঙ্গে এটাও দেখে যে সেই সব মেয়েরা কেমন দেখতে৷