আকাশ স্পোর্টস ডেস্ক:
দুবাইয়ে পাকিস্তান-শ্রীলংকা ওয়ানডে সিরিজ চলাকালীন জুয়াড়িদের ম্যাচ পাতানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তান দলের সূত্রের বরাতে এ কথা জানিয়েছে শীর্ষ পাকিস্তানি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সূত্র জানিয়েছে, গত শুক্রবার শ্রীলংকার সঙ্গে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দেয়া সরফরাজ বুকির প্রস্তাব ফিরিয়ে দেন। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য আইসিসিরি গাইডলাইন অনুযায়ী পিসিবি ও অ্যান্টি করাপশন ইউনিটকে বিষয়টি অবহিত করেন।
সূত্র জানিয়েছে, অধিনায়ককে পাকিস্তান বংশোদ্ভূত এক বুকি সরফরাজকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়। প্রথম ওয়ানডের পরে এই ঘটনা ঘটে এবং সরফরাজ তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে পিসিবি ও এসিইউকে বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করে। সরফরাজ প্রথম ওয়ানডের পরে পরিবার নিয়ে ছুটি কাটানোর পরে জোটেল ফিরে আসার পথে এক বুকি তার কাছে আসে। সরফরাজ ভেবেছিলেন কোনো ভক্ত ছবি তুলতে এসেছে। কিন্তু সেই ব্যক্তি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিলে সেটি দলের সঙ্গে থাকা পিসিবির নিরাপত্তা কর্মকর্তা এবং পিসিবির নিরাপত্তা প্রধান কর্নেল আজমকে অবহিত করা হয়।
অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো ঘটনা নিশ্চিত করেনি। পিসিবির কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, অফিসিয়ালভাবে কি ব্যবস্থা নেয়া হয় সেই বিষয়টি নিশ্চিত হওয়া মাত্র আমরা সবাইকে জানাবো। জানা গেছে, ঘটনার পরে দলের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তারা শক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং স্কোয়াডে থাকা সবাইকে অপ্রাসঙ্গিক ব্যক্তিদের এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে। খেলোয়াড়দের হোটেলে আসা যাওয়ার জন্য ‘কারফিউ টাইমিং’ ও পুনর্বহাল করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























