অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ার উত্তরপূর্বাঞ্চলের পেনাং রাজ্যের রাজধানী জর্জ টাউন এলাকায় ৪৯ তলা বিশিষ্ট দুটি কনডমিনিয়াম টাওয়ারের নির্মাণস্থলে ভূমিধসে তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকসহ মোট ১১ জন শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে আটটার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার কনডমিনিয়াম টাওয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করে।
নিহতদের মধ্যে দুইজন ইন্দোনেশিয়ার এবং একজন মিয়ানমারের নাগরিক বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশের নাগরিক রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
পেনাং ফায়ার সার্ভিস বিভাগের পরিচালক সাধুন মোখতার বলেন, যে সমস্যা দেখা যাচ্ছে তাতে আমরা পৃথিবীর ৩৫-মিটার গ্যাপ খনন করতে চাই। আমরা তিনটি কুকুরের সাথে একটি কে-৯ ইউনিট স্থাপন করেছি। এ ঘটনায় জড়িতদের খুজে বের করা হবে অবশ্যই।
তিনি আরো বলেন, এখানে কর্মরত বেশির ভাগ শ্রমিকই ইন্দোনেশিয়া, বাংলাদেশি ও বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা। সম্পূর্ণ ঘটনাটির সূত্রপাত জানতে এখনো কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। এবং ঘটনার কারণ এখনো নির্ণয় করা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 



















