অাকাশ নিউজ ডেস্ক:
কাজ হয়ে গেছে। একটু তাড়াতাড়ি বেরতে পারলে ভালো হয়। তাই বসের কাছে ছুটি চেয়েছিলেন। বস না বললেন না। শুধু একটা শর্ত আরোপ করলেন। বললেন, ‘সেক্স করো তাড়াতাড়ি ছুটি পাবে’!
বসের নাম ভিলানুয়েভা, বয়স ৪৭ বছর। অফিসে ৬ দিনের কমিউনিটি সার্ভিসের কাজ নিয়ে এসেছিলেন ২১ বছরের মাকানা মিলহো। বেশ সুন্দরী। আর তাই তাড়াতাড়ি ছুটি চাইতে গিয়ে এই বিপত্তি। এমনকী, কথা না শুনলে তাঁকে আটকে রেখে আরও দীর্ঘক্ষণ কাজ করানোর হুমকিও দেওয়া হয়।
মাকানা বসের কুপ্রস্তাবের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। তবে, ছুটি মঞ্জুর করাতে অনিচ্ছা সত্ত্বেও ভিলানুয়েভার প্রস্তাব রাখতেই বাধ্য হন মাকানা।
আকাশ নিউজ ডেস্ক 

























