অাকাশ নিউজ ডেস্ক:
একাকী জীবন পিউর। তবে বাবার কাছ থেকে শোনা গল্পের রাজকুমার প্রায়ই তার স্বপ্নের মধ্যে আসে। পিউও তার স্বপ্নের কথা বলে। ওর কষ্টের কথা বলে। সে রাজকুমারের সঙ্গে যেতে চায়।
কিন্তু তারপর কি হয় পিউর? কথা বলছিলাম সজল প্রভার নতুন নাটক ‘ একটি রাত’ নিয়ে। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকেশ বসু। ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে এই টেলিফিল্মটি শুটিং হয়েছে।
সেখানে রাতে পিউর কাছে চুপি চুপি আসে রাজকুমার সজল। কিন্তু একসময় সব শেষ হতে থাকে। তারপর? সেটা জানতে হলে দেখতে হবে নাতকটি।
আকাশ নিউজ ডেস্ক 

























