ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

ধূমপান করেন এই জনপ্রিয় অভিনেত্রীরা

অাকাশ নিউজ ডেস্ক:

চরিত্রের প্রয়োজনে পর্দায় ধূমপান করতে দেখা যায় বলিউড অভিনেত্রীদের। পরদায় নয়, বাস্তব জীবনেও ধূমপানে আসক্ত বেশ কয়েকজন নায়িকা। এদের মধ্যে কেউ কেউ আবার চেন স্মোকার। অনেকে ছাড়ার চেষ্টা করে পারেননি। কেউ কেউ সিগারেট ছাড়ার কথা ভাবতেই পারেন না। এনিয়ে বাড়ির লোকের কথা শুনতে হয়েছে। কিন্তু, সিগারেটকে ‘বিদায়’ বলতে পারেননি।

সুস্মিতা সেন
ধূমপানে আসক্ত সুস্মিতা সেন। কু-অভ্যাসটি ত্যাগ করার জন্য পরিবার থেকে অনেকবার বলা হয়েছে। কিন্তু, ছাড়তে নারাজ অভিনেত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, ধূমপান তিনি ছাড়ছেন না।

রানি মুখার্জি
শোনা যায়, সিগারেট ছাড়া দিন শুরুই করতে পারেন না রানি। এ-নিয়ে বাবা-মা’র কম বকুনি খাননি। মেয়ে সিগারেট ছাড়ুক, চেয়েছিলেন তাঁরা। শোনেননি রানি। এখন তো এক সন্তানের মা। মেয়েকে নিয়ে ব্যস্ত। বিয়ের পর থেকে কাজ কমিয়ে দিয়েছেন। তবে, ছাড়েননি ধূমপান।

কঙ্গনা
একাধিক ছবিতে সিগারেট খেতে দেখা গেছে কঙ্গনা। বাস্তবেও তাই। শোনা যায়, কঙ্গনা একজন চেইন স্মোকার। সিগারেট ছাড়া চলতেই পারেন না।

কারিনা কাপুর
বিশ্বাস করুন আর নাই করুন। কারিনাও একজন ধূমপায়ী। নিয়মিত ধূমপান করেন।

দীপিকা পাড়ুকোন
নিশ্চয় অবাক হচ্ছেন দীপিকার ফ্যানরা। ধূমপানে অভ্যস্ত দীপিকা। শোনা যায়, এবারের মেট গালার ব্যাক স্টেজেও নাকি সিগারেট খেয়েছেন দীপিকা। এখন যদিও লাইমলাইটে আছেন। আর সেটা পদ্মাবতীর কারণে।

এছাড়া কঙনা সেন শর্মা, তনুজা, আমিশা প্যাটেল, সুমনা চক্রবর্তী সিগারেট পান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

ধূমপান করেন এই জনপ্রিয় অভিনেত্রীরা

আপডেট সময় ০৯:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

চরিত্রের প্রয়োজনে পর্দায় ধূমপান করতে দেখা যায় বলিউড অভিনেত্রীদের। পরদায় নয়, বাস্তব জীবনেও ধূমপানে আসক্ত বেশ কয়েকজন নায়িকা। এদের মধ্যে কেউ কেউ আবার চেন স্মোকার। অনেকে ছাড়ার চেষ্টা করে পারেননি। কেউ কেউ সিগারেট ছাড়ার কথা ভাবতেই পারেন না। এনিয়ে বাড়ির লোকের কথা শুনতে হয়েছে। কিন্তু, সিগারেটকে ‘বিদায়’ বলতে পারেননি।

সুস্মিতা সেন
ধূমপানে আসক্ত সুস্মিতা সেন। কু-অভ্যাসটি ত্যাগ করার জন্য পরিবার থেকে অনেকবার বলা হয়েছে। কিন্তু, ছাড়তে নারাজ অভিনেত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, ধূমপান তিনি ছাড়ছেন না।

রানি মুখার্জি
শোনা যায়, সিগারেট ছাড়া দিন শুরুই করতে পারেন না রানি। এ-নিয়ে বাবা-মা’র কম বকুনি খাননি। মেয়ে সিগারেট ছাড়ুক, চেয়েছিলেন তাঁরা। শোনেননি রানি। এখন তো এক সন্তানের মা। মেয়েকে নিয়ে ব্যস্ত। বিয়ের পর থেকে কাজ কমিয়ে দিয়েছেন। তবে, ছাড়েননি ধূমপান।

কঙ্গনা
একাধিক ছবিতে সিগারেট খেতে দেখা গেছে কঙ্গনা। বাস্তবেও তাই। শোনা যায়, কঙ্গনা একজন চেইন স্মোকার। সিগারেট ছাড়া চলতেই পারেন না।

কারিনা কাপুর
বিশ্বাস করুন আর নাই করুন। কারিনাও একজন ধূমপায়ী। নিয়মিত ধূমপান করেন।

দীপিকা পাড়ুকোন
নিশ্চয় অবাক হচ্ছেন দীপিকার ফ্যানরা। ধূমপানে অভ্যস্ত দীপিকা। শোনা যায়, এবারের মেট গালার ব্যাক স্টেজেও নাকি সিগারেট খেয়েছেন দীপিকা। এখন যদিও লাইমলাইটে আছেন। আর সেটা পদ্মাবতীর কারণে।

এছাড়া কঙনা সেন শর্মা, তনুজা, আমিশা প্যাটেল, সুমনা চক্রবর্তী সিগারেট পান করেন।