অাকাশ নিউজ ডেস্ক:
সব স্বামীরাই চান স্ত্রীকে খুশি দেখতে৷স্ত্রীয়ের পছন্দ-অপছন্দগুলোকে গুরুত্ব দিতে৷ কিন্তু কজনই বা আগে থেকে বউয়ের সব পছন্দ-অপছন্দ জানতে পারে বলুন তো? সারাজীবন একসঙ্গে সংসার করেও হয়তো সব… জানা যায় না৷ ফলে মাঝেমধ্যেই মতবিরোধ তৈরি হয় স্বামী-স্ত্রীর মধ্যে৷সেটা আবার কখনও কখনও ঝগড়া পর্যন্ত গড়ায়৷
তবে এতে চিন্তার কিছু নেই৷ সমস্যা থাকলে সমাধান আছে৷ জোতিষশাস্ত্র বলছে, ভালো বর হতে গেলে চট করে আপনার আদরের বউয়ের রাশিটা জেনে ফেলুন৷ ব্যস! কেল্লাফতে৷বউকে খুশি রাখার সব জাদুই তখন আপনার হাতের মুঠোয়৷ একের পর এক সারপ্রাইজ দিয়ে চমকে দিন বউকে৷
একনজরে রাশি অনুযায়ী মহিলাদের পছন্দ-অপছন্দ:
এরিজ(মার্চ ২১- এপ্রিল ১৯): আপনার বউ যদি এরিজ হয় তাহলে আপনাকে একদমই অগোছালো হলে চলবে না৷ অফিস থেকে ফিরে নিজের জামা-জুতো ঠিক জায়গায় রাখুন৷না হলেই বউ খেপে যাবে৷ তবে আপনার স্ত্রী কিন্তু ভালবাসার ব্যাপারে খুব সিরিয়াস, আবেগপ্রবন আর বিশ্বস্ত৷ যদি ছেলেদের খেলাধূলায় আগ্রহ থাকে তাহলে এরিজ মেয়েরা গলে যায়৷ পরিশ্রমী, উচ্চাখাঙ্কী বর তারা পছন্দ করে৷
টরাস(এপ্রিল ২০- মে ২০): টরাস মেয়েরা যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে পারে৷ এটা তাদের একটা বড় গুন৷ তাদের মধ্যে একটা শিল্পপ্রেম থাকে৷পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করে তারা৷তবে টরাস মেয়েদের কোনও কিছু চট করে বুঝিয়ে ফেলা অত সহজ নয়৷ ক্যান্সার, স্কর্পিও, ক্যাপ্রিকর্ন ও অ্যাকোয়ারিয়াসের সঙ্গে সেরা জুটি হতে পারে টরাস মেয়েদের৷
জেমিনি(মে ২১- জুন ২০): এরা খুব বেশি কথা বলে৷ এরা সমালোচনা করতেও ভালোবাসে৷ জেমিনি মেয়ের সঙ্গে ঘর করতে গেলে আপনাকে সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখতে হবে৷এরা খুব ডমিনেটিং প্রকৃতির হয় ও মাঝেমধ্যেই রেগে যায়৷আপনার বউ যদি জেমিনি হয় তাহলে তার মন পেতে তারে বেড়াতে নিয়ে যান আর মাঝেমধ্যেই ভাল রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ান৷
ক্যান্সার(জুন ২১- জুলাই ২২): ক্যান্সার মেয়েরা খুবই ভদ্র প্রকৃতির৷ তবে একটু জেদি হয়৷আপনি যতক্ষণ না তার মান ভাঙাবেন ততক্ষণ এরা কেঁদে যাবে৷এরা খুব ভাল মা হতে পারে৷
লিও(জুলাই ২৩-অগাষ্ট ২২): এদের নিজেদের ব্যাপারে খুব স্পষ্ট ধারণা থাকে৷ এরা সব পদক্ষেপই খুব বিনয়ী৷ লিও মেয়েরা খুব পোজেসিভ হয়৷ তাড়াহুড়ো করবেন৷ বিয়ের ব্যাপারে এদের একটু সময় দিন৷
ভার্গো(অগাষ্ট ২৩- সেপ্টেম্বর ২২): যদি আপনার বউ ভার্গো হয় তাহলে জানবেন আপনার স্ত্রী ভাগ্য খুব ভাল৷এরা খুবই আবেগপ্রবণ হয়৷এরা জানে সমস্যার সমাধান কিভাবে করতে হয়৷তবে এদের সঙ্গে ঘর করতে হলে আপনাকে ইগো ছাড়তে হবে৷
লিব্রা(সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): বউ যদি লিব্রা হয় তাহলে হিসেব কষে খরচ করার কথা ভুলে যান৷কারণ আপনার বউ হাত খুলে খরচ করতে ভালবাসে৷ বউয়ের রাগ কমাতে ভালো গিফট দিন৷
স্কর্পিও(অক্টোবর ২৩- নভেম্বর ২১): এরা আপনাকে ভালবাসবে আবার সমালোচনাও করবে৷তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে৷এরা সন্তানের প্রতি খুব ডেডিকেটেড হয়৷
স্যাজিটেরিয়াস(নভেম্বর ২২- ডিসেম্বর ২১): স্যাজিটেরিয়াস মেয়েরা যে কোনও চিন্তাভাবনাই গভীরভাবে করে৷এরা খুব পরিশ্রমী হয়৷ ভাল বর হতে গেলে বউকে সাপোর্ট দিন৷তাঁর ফিমেল ইগোকে স্যাটিসফাই করুন৷ দেখবেন আপনার বউ আপনার প্রেমে মজে থাকবে৷
ক্যাপ্রিকর্ন(ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): এই রাশির মেয়েরা খুব বুদ্ধিমতি হয়৷ এরা বিবাহিত সম্পর্কে খুব সিরিয়াস হয়৷এরা সঞ্চয় করতে ভালবাসে৷ বউকে খুশি রাখতে গেলে মন বুঝে কথা বলুন৷
অ্যাকোয়ারিয়াস(জানুয়ারি ২০-ফেব্রুয়ারি ১৮): এরা খুব রিজার্ভড৷ এদের মনের নাগাল পাওয়া অত সহজ নয়৷এরা খুব একটা লোকজনের সঙ্গে কথা বলতে ভালবাসে না৷ অ্যাকোয়ারিয়াস মেয়েরা খুব যুক্তিবাদী হয়৷
পাইসেস(ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): এদের মুড বোঝা বড় মুশকিল৷যদি মুড ভাল থাকে এরা আপনাকে ভালবাসায় ভরিয়ে দেবে৷ এরা খুবই বুদ্ধিমতি৷চট করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের থাকে৷
আকাশ নিউজ ডেস্ক 

























