অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন: খালেদা জিয়ার দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে পরিকল্পিতভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু কোন মামলা বা গ্রেফতারি পরোয়ানা দিয়ে বেগম খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না।
সরকারি দলের সকল অপপ্রচার এবং গ্রেফতারি পরোয়ানা বিদীর্ণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার দেশে ফিরে আসছেন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন করে জাসাস। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।
এসময় বিএনপির এই নেতা বলেন: পালানোর অভ্যাস সরকারি দলের প্রধানের আছে, খালেদা জিয়ার পালিয়ে যাওয়ার স্বভাব নেই। তার দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে পরিকল্পিতভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। কিন্তু কোন মামলা বা গ্রেফতারি পরোয়ানা দিয়ে বেগম খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না।
আকাশ নিউজ ডেস্ক 




















