ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে গরুর মাংস বহনের অভিযোগে পাঁচজনকে পিটুনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে এবার গরুর মাংস বহন করার অভিযোগ এনে পাঁচজনকে মারধর করেছে গোরক্ষকরা। ঘটনাটি ঘটেছে হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে। এদিকে, এ ঘটনায় পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা করেছে।

জানা যায়, অটোরিকশাতে করে গরুর মাংস নিয়ে যাওয়া হচ্ছে এমন সন্দেহে চালকসহ পাঁচজনকে মারধর শুরু করে ভারতের গোরক্ষকরা। এ সময় তারা ওই ব্যক্তিদের ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় হনুমান’ এসব স্লোগানও দিতে বলেন। ঘটনার সময় পুলিশ সেখানে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হরিয়ানা পুলিশ জানায়, গরুর মাংস বহন করার অভিযোগে ওই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তা ছাড়া অটোরিকশাতে করে নিয়ে যাওয়া মাংস বাজেয়াপ্ত করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেও একটি মামলা হয়েছে।

ঘটনার পর স্থানীয় পুলিশ আশ্বাস দিয়ে বলেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীরা শাস্তি পাবে। এ ঘটনায় হরিয়ানার বিজেপি নেতা রমন মালিক বলেছেন, ভারতের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে। তবে সব ক্ষেত্রে, সবাই গোরক্ষক নয়। সাধারণ গুণ্ডাও রয়েছে।

অন্যদিকে, হরিয়ানার কংগ্রেস নেতা সঞ্জয় ঝা বলেছেন, হরিয়ানায় বিজেপি শাসিত মনোহরলাল খট্টরের জমানায় মগের মুল্লুক চলছে। এর আগেও ভারতে গরুর মাংস বহন করার অভিযোগে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস বহনের অভিযোগে পাঁচজনকে পিটুনি

আপডেট সময় ০১:৩৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে এবার গরুর মাংস বহন করার অভিযোগ এনে পাঁচজনকে মারধর করেছে গোরক্ষকরা। ঘটনাটি ঘটেছে হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে। এদিকে, এ ঘটনায় পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা করেছে।

জানা যায়, অটোরিকশাতে করে গরুর মাংস নিয়ে যাওয়া হচ্ছে এমন সন্দেহে চালকসহ পাঁচজনকে মারধর শুরু করে ভারতের গোরক্ষকরা। এ সময় তারা ওই ব্যক্তিদের ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় হনুমান’ এসব স্লোগানও দিতে বলেন। ঘটনার সময় পুলিশ সেখানে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হরিয়ানা পুলিশ জানায়, গরুর মাংস বহন করার অভিযোগে ওই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তা ছাড়া অটোরিকশাতে করে নিয়ে যাওয়া মাংস বাজেয়াপ্ত করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেও একটি মামলা হয়েছে।

ঘটনার পর স্থানীয় পুলিশ আশ্বাস দিয়ে বলেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীরা শাস্তি পাবে। এ ঘটনায় হরিয়ানার বিজেপি নেতা রমন মালিক বলেছেন, ভারতের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে। তবে সব ক্ষেত্রে, সবাই গোরক্ষক নয়। সাধারণ গুণ্ডাও রয়েছে।

অন্যদিকে, হরিয়ানার কংগ্রেস নেতা সঞ্জয় ঝা বলেছেন, হরিয়ানায় বিজেপি শাসিত মনোহরলাল খট্টরের জমানায় মগের মুল্লুক চলছে। এর আগেও ভারতে গরুর মাংস বহন করার অভিযোগে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে।