অাকাশ নিউজ ডেস্ক:
সামনেই আসছে বিয়ের সিজন৷ কেনাকাটায় নিশ্চয়ই ব্যস্ত আপনি? কিন্তু তার আগে অবশ্যই যাচাই করে নিন যে তারিখে বিয়ে করতে চলেছেন সেটি আপনার জন্য শুভ কি না৷ তবে, অনেকেই বিয়ের ডেট ঠিক করার আগে জ্যোতিষদের কাছে গিয়ে পরামর্শ নেন৷ তবে, এখন আপনিও নিজের বিয়ের ডেট সঠিক কিনা সেটি যাচাই করে নিতে পারেন৷ কারণ বিয়ের তারিখই বলে দেবে আপনার বিবাহিত জীবন কেমন যাবে৷
নিজেই হিসেব করে দেখে নিতে পারেন কোন দিনটি আপনার জন্য শুভ৷ উদাহরণ হিসেবে ধরা যাক, আপনার বিয়ের তারিখ স্থির করা হয়েছে ৭-১২-২০১৭-তে৷ তাহলে এই সবকটি সংখ্যা যোগ করে নিন৷ তাহলে দাঁড়াবে, (৭+১+২+২+১+০+৭)=২০৷ অর্থাৎ আপনার বিয়ের সঠিক তারিখ হল-(২ ০)=২৷ এবারে দেখা যাক, কোন দিনটি কার জন্য শুভ৷
– Advertisement –
আরও পড়ুন: সুন্দর লিপস্টিকেই ভালো হবে পরীক্ষার রেজাল্ট, বলছে গবেষণা
১ নম্বর-
আপনি এবং আপনার সঙ্গী খুবই রোমান্টিক৷ যদি বিয়ের জন্য যেকোনও ১নম্বর বেছে নেন তবে, বলাই যায় আপনারা খুবই স্নেহময় এবং ভালোবাসার কাপল৷আপনারা যদি এই দিনটিকে বেছে নেন বিয়ের জন্য৷ তবে, বলাই যায় আপনারা খুবই বুঝদার কাপল৷ আপনাদের মধ্যে বোঝাপরা মারাত্মক৷
২ নম্বর-
আপনারা আপনাদের বিয়েটাকে সকলের কাছ থেকে গোপন করে রাখার চেষ্টা করছেন৷ আপনারা দুজনেই খুব আবেগপ্রবণ৷
৩নম্বর-
যদি আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর থেকে টাকা পয়সা চান৷ তবে, বিয়ের জন্য এই নম্বরকেই বেছে নিন৷ আপনারা দুজনেই আপনার পরিবার পরিজন কি ভাবছে সেই বিষয়ে চিন্তিত থাকেন৷
৪নম্বর-
দুজনের মধ্যে বোঝাপড়া মারাত্মক৷ একসঙ্গে কাজ করেন উদ্দেশ্য পূরণের জন্য৷ ব্যবসার কাজে আপনারা খুবই ভালো৷ সমস্ত কিছুই চিন্তাভাবনা এবং পরিকল্পনা করে করেন৷
আরও পড়ুন: বাতিল প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে জ্বালানি, পথ দেখাচ্ছে পুনে
৫নম্বর-
আপনাদের মধ্যে মনের খুবই মিল৷ কিন্তু আপনারা দুজনেই দুজনের থেকে বেশ কিছুটা সময় চান৷ একা থাকতে ভালোবাসেন৷
৬নম্বর-
এই তারিখে যারা বিয়ে করেন তারা সবথেকে বেশি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী৷ একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং কেয়ারিং অত্যাধিক৷
৭নম্বর-
আপনারা একে অপরের সঙ্গে থাকতে খুবই ভালোবাসেন৷ একে অপরের সঙ্গে অনেকক্ষণ থাকতে ভালোবাসেন৷
আরও পড়ুন: হেনস্থার শিকার হয়েছেন? চুপ থাকুন…
৮নম্বর-
যেকোনও কাজ থেকে শুরু করে সেক্স লাইফেও আপনারা একে অপরের একেবারে যোগ্য৷ নিজেদের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করেন সবসময়৷
৯নম্বর-
একে অপরকে খুব বিশ্বাস করেন৷ তবে, আপনাদের শান্তি বিঘ্নিত করতে অনেকেই আসবে৷ কিন্তু আপনাদের মধ্যে বিশ্বাস অটুট৷
আকাশ নিউজ ডেস্ক 

























