আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজে হার। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে জয় দিয়েই শুরু করতে চায় টাইগাররা। এরই লক্ষ্যে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওডিআইতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ওপেনিংয়ে নেমেছেন ইমরুল কায়েস এবং লিটন দাস।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কিম্বার্লির ডায়মন্ড ওভালে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয়েছে দুপুর দুইটায়।
টেস্টে বিশ্রামে থাকলেও ওয়ানডেতে বাংলাদেশ দলের সঙ্গী হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে চোটের কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার মোস্তাফিজুর রহমান।
একই কারণে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবালও। ওয়ানডেতে অভিষেক হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের। একাদশে নেই সৌম্য সরকার। প্রোটিয়াদের ড্যান প্যাটারসনের অভিষেক হয়েছে। ১০০তম ওয়ানডে খেলতে নেমেছেন ডেভিড মিলার।
শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। যদি এমন ভাবনা থাকে, নিজেদের দিনে আমরা ওদের হারাতে পারব, আমার মনে হয় তাহলে আমরা সুযোগই পাব না।
এছাড়া ব্যাটিং-বোলিং যাই করি এখান থেকে বের হয়ে আসার একমাত্র পথ হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা। উপমহাদেশের সব দলের জন্য দক্ষিণ আফ্রিকা কঠিন জায়গা। আমরা এখান থেকে বের হতে পারি একমাত্র আক্রমণাত্মক ক্রিকেট খেলে।
অন্যদিকে এই ম্যাচের সাফল্য নিয়ে আশাবাদী নাসির বলেন, আমার বিশ্বাস ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবই। হয়তো প্রস্তুতি ম্যাচে আমরা খুব একটা ভালো করিনি। কিন্তু সে ম্যাচটিতে খেলা আমাদের খুবই কাজে এসেছে।
এছাড়া ব্যাটসম্যান, বোলাররা উইকেট সম্পর্কে একটা ধারণা পেয়েছে। তা ছাড়া খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বেড়েছে।
বাংলাদেশ:
লিটন দাস, ইমরুল কায়েস, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা:
হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিল ফেলুকওয়েও, কাগিসো রাবাদা, ইমরান তাহির।
আকাশ নিউজ ডেস্ক 




















