ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধনী ছেলেদের কীভাবে আকৃষ্ট করতে হয় মহিলাদের সেই শিক্ষা দিচ্ছেন ইনি!

অাকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের অন্যান্য সুন্দরীদের থেকে কোনও অংশেই কম যান না ইনি! রুপের ছোঁয়াতে ইতিমধ্যে ৫ হাজারেও বেশি পুরুষকে জাস্ট কুপোকাত করে দিয়েছেন। যদিও সংখ্যাটা এখানেই শেষ করে দিতে চান না। আরও পুরুষের সঙ্গে ডেট করতে চান তিনি। ভাবছেন তো তিনিটা কে? ইনি তাইল্যান্ডের অন্যতম সুন্দরীদের মধ্যে একজন। নাম প্রায়া সুরিয়া। সোশ্যাল সাইটে ব্যাপক জনপ্রিয়তা তাঁর। বিশ্বের যে কোনও প্রভাবশালী ব্যক্তিত্বকে হারিয়ে দিতে পারেন সোশ্যাল সাইটে জনপ্রিয়তার নিরিখে। ফলোয়ারের সংখ্যাটাও কম নয়।

তবে অতি সাধারণ ফলোয়ারের সঙ্গেই ডেট চলে যাবেন প্রায়া সেটা ভাবার কোনও কারণ নেই। কারণ পছন্দটা একটু আলাদা। আর তা দেখে শুনে এখনও পর্যন্ত ৫ হাজারে বেশি পুরুষের সঙ্গে ডেট করেছেন। আগামিদিনে আরও করার ইচ্ছে আছে। ইতিমধ্যে বহু আরব শেখের সঙ্গেও সম্পর্ক তৈরি করেছেন। তাঁরা তাঁকে উপহারে ভরিয়ে দিয়েছে।

যদিও শুধু নিজেই নয়, প্রায়া চান অন্যান্য মহিলারা ডেট করুন পুরুষদের সঙ্গে। আর এজন্যে এখন একটি অনলাইন কোর্স চালু করেছেন। সেখানে মহিলাদের শেখানো হয়, কীভাবে তাঁরা ধনী, পশ্চিমী পুরুষদের প্রেমের মায়াজালে বেঁধে নিজেদের জীবনযাপনকে বিলাসবহুল করতে পারবেন। তবে এই কাজ একেবারে যে চেরিটি করতে করেন প্রায়া সেটা ভেবে ভুল করবেন না। কারণ তাঁর কাছ থেকে ছলা-কলাগুলি শিখতে খরচ করতে হবে কয়েকশ মার্কিন ডলার। তাহলে এই ‘কাম-সুত্র’টা শিখিয়ে দেবে।

ভাবছেন তো টাকা খরচ করে আবার মহিলাদের ‘ছেলে পটানো’ শিখতে হয় নাকি! হ্যাঁ, শিখতে হয়। প্রায়ার দাবি, ইতিমধ্যে কয়েক হাজার তরুণী নাকি পয়সা দিয়ে এই কোর্স করছেন। তাহলে ভাবুন…………।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনী ছেলেদের কীভাবে আকৃষ্ট করতে হয় মহিলাদের সেই শিক্ষা দিচ্ছেন ইনি!

আপডেট সময় ১২:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের অন্যান্য সুন্দরীদের থেকে কোনও অংশেই কম যান না ইনি! রুপের ছোঁয়াতে ইতিমধ্যে ৫ হাজারেও বেশি পুরুষকে জাস্ট কুপোকাত করে দিয়েছেন। যদিও সংখ্যাটা এখানেই শেষ করে দিতে চান না। আরও পুরুষের সঙ্গে ডেট করতে চান তিনি। ভাবছেন তো তিনিটা কে? ইনি তাইল্যান্ডের অন্যতম সুন্দরীদের মধ্যে একজন। নাম প্রায়া সুরিয়া। সোশ্যাল সাইটে ব্যাপক জনপ্রিয়তা তাঁর। বিশ্বের যে কোনও প্রভাবশালী ব্যক্তিত্বকে হারিয়ে দিতে পারেন সোশ্যাল সাইটে জনপ্রিয়তার নিরিখে। ফলোয়ারের সংখ্যাটাও কম নয়।

তবে অতি সাধারণ ফলোয়ারের সঙ্গেই ডেট চলে যাবেন প্রায়া সেটা ভাবার কোনও কারণ নেই। কারণ পছন্দটা একটু আলাদা। আর তা দেখে শুনে এখনও পর্যন্ত ৫ হাজারে বেশি পুরুষের সঙ্গে ডেট করেছেন। আগামিদিনে আরও করার ইচ্ছে আছে। ইতিমধ্যে বহু আরব শেখের সঙ্গেও সম্পর্ক তৈরি করেছেন। তাঁরা তাঁকে উপহারে ভরিয়ে দিয়েছে।

যদিও শুধু নিজেই নয়, প্রায়া চান অন্যান্য মহিলারা ডেট করুন পুরুষদের সঙ্গে। আর এজন্যে এখন একটি অনলাইন কোর্স চালু করেছেন। সেখানে মহিলাদের শেখানো হয়, কীভাবে তাঁরা ধনী, পশ্চিমী পুরুষদের প্রেমের মায়াজালে বেঁধে নিজেদের জীবনযাপনকে বিলাসবহুল করতে পারবেন। তবে এই কাজ একেবারে যে চেরিটি করতে করেন প্রায়া সেটা ভেবে ভুল করবেন না। কারণ তাঁর কাছ থেকে ছলা-কলাগুলি শিখতে খরচ করতে হবে কয়েকশ মার্কিন ডলার। তাহলে এই ‘কাম-সুত্র’টা শিখিয়ে দেবে।

ভাবছেন তো টাকা খরচ করে আবার মহিলাদের ‘ছেলে পটানো’ শিখতে হয় নাকি! হ্যাঁ, শিখতে হয়। প্রায়ার দাবি, ইতিমধ্যে কয়েক হাজার তরুণী নাকি পয়সা দিয়ে এই কোর্স করছেন। তাহলে ভাবুন…………।