ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

পৌরুষ বাড়ানোর পঞ্চবাণ

অাকাশ নিউজ ডেস্ক:

ফলের নানা গুণ। সারাদিনে অন্তত একবার ফল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ফল শরীর সুস্থ তো রাখেই চনমনেও করে তোলে। সেক্স লাইফে দেয় মাইলেজ।
কোন ফলগুলি খেলে আপনি বিছানায় ‘বাহুবলী’ হয়ে উঠবেন?

তালিকায় প্রথমেই আসবে কলা। কলার পুষ্টিগুণ তো সকলেরই জানা। রোজ সকালে দুটো করে কলা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহা‌য্য করে। এতে থাকে পটাশিয়াম। পটাশিয়াম সেক্স হরমোন তৈরিতে সাহা‌য্য করে। কলায় থাকে আরও একটা উপাদান। নাম ব্রোমেলিন। ব্রোমেলিন উদ্দীপনা জাগায়। পুরুষত্ব বাড়াতেও সাহা‌য্য করে। শরীরে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় কলা। এর ফলে রাতে ভাল ঘুম আসে।

রসালো তরমুজ এতে থাকে অ্যামিনো অ্যাসিড। যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। রক্ত সঞ্চালন বাড়লে ‌যেকোনও কাজে অতিরিক্ত উৎসাহ পাওয়া ‌যায়। নিয়মিত ‌যাঁরা শরীরচর্চা করেন, তাঁদের জন্যেও অত্যন্ত উপ‌যোগী অ্যামিনো অ্যাসিড।

ফলের রাজা আম। এতে থাকে ভিটামিন ই। ‌যা সেক্স বাড়াতে অত্যন্ত কা‌র্যকরী। পাশাপাশি আমে থাকে প্রাকৃতিক চিনি। ন্যাচারাল সুগার শরীরকে তরতাজা করে তোলে।

পেঁপে মহিলাদের এস্ট্রোজেন উৎপাদনে বড় ভূমিকা নেয়। নিয়মিত ঋতুস্রাবও হয় পেঁপে খেলে। সব দিক থেকেই অত্যন্ত উপকারী পেঁপে।

দুষ্টুমিভরা রাতে নারকেলের বিকল্প কিছু নেই। বাজারে নানা কোম্পানি ল্যুব্রিক্যান্ট পাওয়া ‌যায়। অথচ নারকেল তেল সম্পূর্ণ প্রাকৃতিক ল্যুাব্রিক্যান্ট। ম্যাসাজেও জুড়ি নেই। আবার নারকেল জল শরীরকে অনেকখানি শক্তি দেয়। মানে দুষ্টুমির সঙ্গে শরীরও তরতাজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পৌরুষ বাড়ানোর পঞ্চবাণ

আপডেট সময় ১২:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

ফলের নানা গুণ। সারাদিনে অন্তত একবার ফল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ফল শরীর সুস্থ তো রাখেই চনমনেও করে তোলে। সেক্স লাইফে দেয় মাইলেজ।
কোন ফলগুলি খেলে আপনি বিছানায় ‘বাহুবলী’ হয়ে উঠবেন?

তালিকায় প্রথমেই আসবে কলা। কলার পুষ্টিগুণ তো সকলেরই জানা। রোজ সকালে দুটো করে কলা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহা‌য্য করে। এতে থাকে পটাশিয়াম। পটাশিয়াম সেক্স হরমোন তৈরিতে সাহা‌য্য করে। কলায় থাকে আরও একটা উপাদান। নাম ব্রোমেলিন। ব্রোমেলিন উদ্দীপনা জাগায়। পুরুষত্ব বাড়াতেও সাহা‌য্য করে। শরীরে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় কলা। এর ফলে রাতে ভাল ঘুম আসে।

রসালো তরমুজ এতে থাকে অ্যামিনো অ্যাসিড। যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। রক্ত সঞ্চালন বাড়লে ‌যেকোনও কাজে অতিরিক্ত উৎসাহ পাওয়া ‌যায়। নিয়মিত ‌যাঁরা শরীরচর্চা করেন, তাঁদের জন্যেও অত্যন্ত উপ‌যোগী অ্যামিনো অ্যাসিড।

ফলের রাজা আম। এতে থাকে ভিটামিন ই। ‌যা সেক্স বাড়াতে অত্যন্ত কা‌র্যকরী। পাশাপাশি আমে থাকে প্রাকৃতিক চিনি। ন্যাচারাল সুগার শরীরকে তরতাজা করে তোলে।

পেঁপে মহিলাদের এস্ট্রোজেন উৎপাদনে বড় ভূমিকা নেয়। নিয়মিত ঋতুস্রাবও হয় পেঁপে খেলে। সব দিক থেকেই অত্যন্ত উপকারী পেঁপে।

দুষ্টুমিভরা রাতে নারকেলের বিকল্প কিছু নেই। বাজারে নানা কোম্পানি ল্যুব্রিক্যান্ট পাওয়া ‌যায়। অথচ নারকেল তেল সম্পূর্ণ প্রাকৃতিক ল্যুাব্রিক্যান্ট। ম্যাসাজেও জুড়ি নেই। আবার নারকেল জল শরীরকে অনেকখানি শক্তি দেয়। মানে দুষ্টুমির সঙ্গে শরীরও তরতাজা।