অাকাশ জাতীয় ডেস্ক:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও স্তন ক্যান্সার রোগীর মৃত্যুর হার কমে যাবে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে বিশ্ব স্তন ক্যান্সার দিবস উপলক্ষে দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের কুসংস্কার আর ভ্রান্ত ধারণা ভেঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বিএসসি বলেন, স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশের নারীদের সক্ষমতা ও ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বিদেশ গমনেচ্ছুক নারী কর্মীদের প্রাক-বহির্গমন ব্রিফিং প্রদানের সময় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নারী প্রশিক্ষণার্থীদের কোর্স প্রদানকালে স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার এনডিসির সভাপতিত্বে দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের হেড অব এ্যাডভাইজার কমিটি আয়েশা সিদ্দিকা শেলী, ডেইলী অবজারভারের ম্যানেজিং এডিটর এস এ এম শওকত হোসেন, দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইমাম আহমেদ ওয়ালিউল মাওলা বক্তব্য রাখেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহ্সানিয়া ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ড. প্রফেসর কামরুজ্জামান চৌধুরী।
আকাশ নিউজ ডেস্ক 




















