অাকাশ নিউজ ডেস্ক:
বর্তমানে ফ্যাশনের জগতে ওম্যান ফ্যাশন প্লাস শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ে এসেছে স্বল্পমূল্যে অত্যাধুনিক ডিজাইন এর নানা ধরনের পোশাকের সমারোহ। ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে গড়ে উঠেছে ওম্যান ফ্যাশান প্লাস এর নিজস্ব তৈরি পোশাক কারখানা।
প্রথম দিকে ঈদের সেলামির ৫০০০ টাকা পুঁজি নিয়ে ওম্যান ফ্যাশান প্লাস এর কর্ণধার শিউলী রউফ শুরু করেন দেশিও বাটিকের কাজ। তিনটি সেলাই মেসিন কিনে শুরু করেছিলো কারখানা স্থাপনের প্রথম ধাপ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
এখন ওম্যান ফ্যাশান প্লাসের রয়েছে সর্বাধুনিক কারখানা। কর্মরত আছে পঞ্চাশেরও বেশী কর্মচারী। যেখানে তৈরী হচ্ছে ওম্যান ফ্যাশন প্লাসের অত্যাধুনিক ডিজাইন এর নানা ধরনের পোশাক।
অনলাইনে এম্ব্রডারী ও কারচুপি পোশাকের চাহিদার কথা ভেবে শুরু হয়েছিলো ই-কমার্সের আঙ্গিকে ফেইজবুক পেইজ থেকে অর্ডার নিয়ে ডেলিভারী দেয়া। এখন ওম্যান ফ্যাশান প্লাস এর পোশাক সারা দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। ওম্যান ফ্যাশান প্লাস এখন পোশাক শিল্পে নতুন দ্বার উন্মোচন করেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























