অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতির অসুস্থতা কিছু নয় এটা ভুয়া, এটার একমাত্র টার্গেট হলো সরকারের বিরুদ্ধে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে কোনো কথা বলবে না।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে বাংলাদেশ কল্যাণ পার্টির আয়োজনে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান অপহরণের প্রতিবাদে ও সন্ধানের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আইনমন্ত্রী বলছেন বিচারপতির ক্যান্সার এজন্য ছুটি নিয়েছেন। এদিকে আওয়ামী লীগ নেতা নাসিম বলছেন বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা অন্য কিছু না শুধু প্রধান বিচারপতি এস কে সিনহা সরকারের ক্ষোভ এবং ক্রোধের শিকার।
বাংলাদেশ কল্যাণ পাটির আয়োজিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুউল্লাহ চৌধুরী, মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, খন্দকার লুৎফর রহমান, মাওলানা তোফাজ্জল, মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















