অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান ঝাল মাগছি জেলার দরগাহ ফতেহপুর মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অর্ধশত। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এ হামলা হয় চালানাে হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, হামলাকারী মাজারের ভেতর প্রবেশ করতে চাইলে, নিরাপত্তারক্ষী তাকে আটকানোর চেষ্ঠা করে। এ সময় নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী।
পুলিশ জানিয়েছ, মাজারে অনেক মানুষের ভিড়ে এ হামলা হয়। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
আকাশ নিউজ ডেস্ক 



















