ছোট পর্দা নাটকের মধ্যে তুমুল জনপ্রিয় দুই শিল্পী সাগর রেইন আর এম এম শিপুর জুটি ছিল যেন অবিচ্ছেদ্য। কিন্তু বিভিন্ন কারণে একসাথে তাদের দুইজনকে নাটকে দেখা যাচ্ছিল না। দর্শকের মনের আশা পূরণ করতেই যেন পরিচালক যৌথ খান তাদেরকে আবার এক করলেন তার লেখা হিন্দু বউয়ের সংসার গল্পটিতে।এই গল্পের মাধ্যমেই এম এন শীপু ৩০০ তম সিঙ্গেল নাটকের মাইল ফলক স্পর্শ করেছেন।
সাগর রেইন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় যৌথ খানের লেখা ও পরিচালনায় ‘হিন্দু বউয়ের সংসার’ গল্পটি একটি মুসলিম ছেলের হিন্দু মেয়েকে বিয়ে করার প্রেক্ষাপট থেকে নির্মিত। আমাদের দেশের ধর্মীয় গোঁড়ামির দিকে অনেকটা সরাসরি প্রশ্ন ছুড়ে দেয় এই গল্পটি। দর্শকরা এই গল্পটি দেখতে পাবেন ৩১শে অক্টোবর SR ENTERTAINMENT এর ইউটিউব চ্যানেলে।
গল্পটিতে সাগর রেইন,এম এন শিপু বাদেও অভিনয় করেছেন সায়মা নিল আশা, শহীদ বাদল, আশা, জেসমিন খাদিজা, বাপ্পি হায়দার এবং আরো অনেকেই।
আকাশ নিউজ ডেস্ক 

























