আকাশ স্পোর্টস ডেস্ক:
আসন্ন অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জেমস প্যাটিনসন। চোটের কারণে অস্ট্রেলিয়া দলে খেলতে পারছেন না এই পেসার। একই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে পারেননি। তিনি সবশেষ মাঠে নেমেছিলেন গত জুলাইয়ে কাউন্টি ক্রিকেটে।
প্যাটিনসেনের অনুপস্থিতিতে এখন স্টার্ক, হ্যাজলউড ও কামিন্সকে বাড়তি দায়িত্ব নিতে হবে। অ্যাশেজের মতো সিরিজ মিস করায় হতাশ প্যাটিসনসন। তিনি বলেন, ‘আসলেই হতাশাজনক। পুরো চোট থেকে সুস্থ হয়ে ফেরার পথেই ছিলাম। কিন্তু সেই পথে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে একই চোট। মেডিক্যাল স্টাফদের সঙ্গে বসে আবার যাতে এরকম না হয় সেজন্য কাজ করবো।’
চোট নিয়ে অনেক দিন ধরেই ভুগছিলেন অসি এই পেসার। সুস্থ হওয়ার লক্ষ্যেই এ বছরের শুরুতে ছিলেন না ভারতে হওয়া টেস্ট সিরিজে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সফর ও অ্যাশেজ মিস করছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 























